ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইনজুরিতে পাকিস্তান সিরিজ শেষ টাইগার ওপেনারের

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান এ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচের বাংলাদেশের স্কোয়াডে ছিলেন মাহমুদুল হাসান জয়। খেলেছেন প্রথম চারদিনের ম্যাচ। এ সময় কুঁচকির ইনজুরিতে পড়েন জাতীয় দলের এ ওপেনার। আর সে ইনজুরির কাছে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ডান হাতি এ ব্যাটার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান, ‘তার (মাহমুদুল হাসান জয়) সুস্থ হতে কমপক্ষে ৩ সপ্তাহ সময় লাগবে। ডান কুঁচকিতে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পেয়েছেন মাহমুদুল। সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে।’

এ ওপেনারের পরিবর্তে জাতীয় দলে জায়গা হবে কার, তা জানা যাবে আগামীকাল রোববার (১৮ আগস্ট)। জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলামের প্রতিবেদনের অপেক্ষায় আছেন নির্বাচকরা।

দুটি চার দিনের ম্যাচ খেলতে পাকিস্তান যায় বাংলাদেশ ‘এ’ দল। পাকিস্তান এ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচ খেলার পর জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল মাহমুদুল হাসান জয়ের। দারুণ ফর্মে ছিলেন ডান হাতি এ ওপেনার।

প্রথম ইনিংসে পাকিস্তান এ দলের বিপক্ষে ৬৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তবে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে আঘাত পাওয়ায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা হয়নি তার।

এর আগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের হয়ে পাকিস্তান শাহিনসের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে ৬৯ ও ৬৫ রানের দুর্দান্ত দুটি ইনিংস খেলেন মাহমুদুল হাসান জয়। এ ছাড়া বল হাতে ২১ রানে ৫ উইকেট নিয়ে ভূমিকা রাখেন দলের জয়ে।

আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে মাঠে গড়ানোর কথা পাকিস্তান-বাংলাদেশের প্রথম টেস্ট। আর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ আগস্ট, করাচিতে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
২৬ বার পড়া হয়েছে

ইনজুরিতে পাকিস্তান সিরিজ শেষ টাইগার ওপেনারের

আপডেট সময় ০৮:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪

পাকিস্তান এ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচের বাংলাদেশের স্কোয়াডে ছিলেন মাহমুদুল হাসান জয়। খেলেছেন প্রথম চারদিনের ম্যাচ। এ সময় কুঁচকির ইনজুরিতে পড়েন জাতীয় দলের এ ওপেনার। আর সে ইনজুরির কাছে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ডান হাতি এ ব্যাটার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান, ‘তার (মাহমুদুল হাসান জয়) সুস্থ হতে কমপক্ষে ৩ সপ্তাহ সময় লাগবে। ডান কুঁচকিতে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পেয়েছেন মাহমুদুল। সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে।’

এ ওপেনারের পরিবর্তে জাতীয় দলে জায়গা হবে কার, তা জানা যাবে আগামীকাল রোববার (১৮ আগস্ট)। জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলামের প্রতিবেদনের অপেক্ষায় আছেন নির্বাচকরা।

দুটি চার দিনের ম্যাচ খেলতে পাকিস্তান যায় বাংলাদেশ ‘এ’ দল। পাকিস্তান এ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচ খেলার পর জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল মাহমুদুল হাসান জয়ের। দারুণ ফর্মে ছিলেন ডান হাতি এ ওপেনার।

প্রথম ইনিংসে পাকিস্তান এ দলের বিপক্ষে ৬৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তবে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে আঘাত পাওয়ায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা হয়নি তার।

এর আগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের হয়ে পাকিস্তান শাহিনসের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে ৬৯ ও ৬৫ রানের দুর্দান্ত দুটি ইনিংস খেলেন মাহমুদুল হাসান জয়। এ ছাড়া বল হাতে ২১ রানে ৫ উইকেট নিয়ে ভূমিকা রাখেন দলের জয়ে।

আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে মাঠে গড়ানোর কথা পাকিস্তান-বাংলাদেশের প্রথম টেস্ট। আর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ আগস্ট, করাচিতে।