শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন

চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন: এমভি বে-ওয়ানের ভাড়া ও সময়সূচি

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে আবারও আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে দেশের অন্যতম প্রমোদতরী এমভি বে-ওয়ান ক্রুজ। চলতি শীত মৌসুমে জাহাজটি সেন্টমার্টিন রুটে নিয়মিত চলাচল করবে। তবে আগের চেয়ে জাহাজ ভাড়া ১৭ শতাংশ বাড়ানো হয়েছে।

বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তাই এবার বে ওয়ানের ভাড়াও বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন জাহাজটির মালিক কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশিদ।সময়সূচি

জাহাজটি সপ্তাহের প্রত্যেক বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গা থেকে রাত ১১টায় ছেড়ে পরদিন সকাল ৭টায় সেন্টমার্টিন পৌঁছায়। শুক্রবার সেন্টমার্টিন অবস্থান করে শনিবার বেলা ১১টায় পতেঙ্গার উদ্দেশে যাত্রা করে সন্ধ্যা সাড়ে ৭টায় পৌঁছায়। এরপর সপ্তাহের সোম ও বুধবার জাহাজটি পতেঙ্গা ও সেন্টমার্টিনের মধ্যে যাতায়াত করবে। সপ্তাহের শুক্রবার ও মঙ্গলবার জাহাজটি সেন্টমার্টিন অবস্থান করবে।

এমভি বে-ওয়ান ক্রুজ-এর যাওয়া আসার ভাড়া

* ইকোনমি ক্লাস চেয়ার ( ডেক “ E & F ” ) ৪ হাজার টাকা।

* বিজনেস ক্লাস চেয়ার ( ডেক “ D ” ) ৫ হাজার ৪০০ টাকা।

* বাঙ্কার বেড ( ডেক “ C ” ) ৮ হাজার টাকা।

* ওপেন ডেক ৬ হাজার ৫০০ টাকা।

* ভিআইপি প্রেসিডেনশিয়াল কেবিন ৪০ হাজার টাকা ( ২ জনের জন্য )। এ রকম ১৪ টি রুম আছে।

* প্রেসিডেনশিয়াল প্লাস কেবিনের ভাড়া ৬০ হাজার টাকা ( ৪ জনের জন্য )। এরকম ৪ টি রুম আছে।

* রয়্যাল কেবিন ৫৫ হাজার টাকা ( ২ জনের জন্য ) এরকম ২ টি রুম আছে।

* ফ্যামিলি বাঙ্কার কেবিন ৬০ হাজার টাকা ( ৪ জনের জন্য )। এরকম ১২টি কেবিন আছে।

* ভি আই পি কেবিনের ভাড়া ৬০ হাজার টাকা ( ২ জনের জন্য )। এরকম ৪টি রুম আছে।

* দি ইম্পেরোর্স কেবিন ৬০ হাজার টাকা। থাকা যাবে ২ জন। এরকম ৬টি রুম আছে।

এমভি বে-ওয়ান ক্রুজ-এর ওয়ান ওয়ে ভাড়া

* ইকোনোমি ক্লাস ২ হাজার ২০০ টাকা।

* বিজনেস ক্লাস ৩ হাজার টাকা।

* বাঙ্কার বেড ৪ হাজার ৪০০ টাকা।

* ওপেন ডেক ৪ হাজার টাকা।

* ভিআইপি প্রেসিডেনশিয়াল কেবিন ২৮ হাজার টাকা।

* ভিআইপি প্রেসিডেনশিয়াল প্লাস কেবিন ৩৫ হাজার টাকা।

* রয়্যাল কেবিন ৩৩ হাজার টাকা।

* ফ্যামিলি বাঙ্কার কেবিন ৩৫ হাজার টাকা।

* ভিভিআইপি কেবিন ৩৫ হাজার টাকা।

* দি ইম্পেরোর্স কেবিন ৩৫ হাজার টাকা।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.