চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন রোববার
আগামীকাল রবিবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি শেষ করা চীন সফর সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শনিবার (১৩ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন।
সাধারণত প্রধানমন্ত্রী তাঁর বিদেশ সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমে সংশ্লিষ্ট সফরের কর্মসূচি ও অর্জন নিয়ে কথা বলেন। এরপর সাংবাদিকদের সমসাময়িক রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনীতিসংক্রান্ত নানা প্রশ্নের জবাব দেন। এবারও একই ধারায় সংবাদ সম্মেলন হতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
উল্লেখ্য, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে সোমবার (৮ জুলাই) বেইজিং সফর শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল তার। তবে অসুস্থ কন্যা সায়মা ওয়াজেদকে দেখতে একদিন আগেই বেইজিং ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
এর আগে বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ থেকে ১০ জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানাদি সম্পন্ন করেন।
সফরের শেষ দিন ১০ জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর দু’দেশ ২১টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে এবং সাতটি প্রকল্পের ঘোষণা দেয়।
প্রধানমন্ত্রী এদিন সকালে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। গ্রেট হল অব দ্য পিপল প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর আগমনে চীনের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান।