শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন

চুনারুঘাটের মানুষ মশার উপদ্রবে অতিষ্ঠ

চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় মশার উপদ্রবে টেকা কঠিন হয়ে পড়েছে। ঘরের দরজা-জানালা বন্ধ করেও রেহাই মিলছে না। মশার জ্বালায় শিশু থেকে বৃদ্ধ প্রত্যেক মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

এদিকে বাড়ছে গরম বাড়ার সাথে সাথে উপজেলাজুড়ে মশার পরিমাণও বাড়তে শুরু করেছে। তবে মশা নিধনে নিয়মিত কার্যক্রম না থাকায় পৌরসভা এলাকায় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

কোভিড -১৯, এর আগে ডেঙ্গুর প্রকোপে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই পৌরসভায় মশার ওষুধ ছিটানো হয়। দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এটির সংক্রমণ ঠেকাতে নানা তৎপরতার মাঝে মশা নিধনের কার্যক্রম থমকে গেছে। এখন বিষয়টি চাপা পড়ে গেছে।

এই বিষয়ে পৌর এলাকায় খোঁজ খবর নিয়ে জানা গেছে, রাতের পাশাপাশি এমনকি দিনের বেলাতেও উৎপাত চালায় মশা।  সন্ধ্যার পর গুণগুণ করে গান গাইতে শুরু করে মশার দল। প্রতিকারের জন্য কয়েল জ্বালানো বা মশা মারার কোন ওষুধ না ছিটালে শুরু হয় ‘মশার অ্যাকশন’। ক্ষুদ্র পতঙ্গটির কামড়ে নাভিশ্বাস ওঠার দশা হয়।

অপরদিকে এই উপজেলায় বৃষ্টিপাত হওয়ায় মশার উপদ্রব আরও বেড়ে গেছে। হাসান আহমেদ বলেন, মশার অত্যাচার দিনদিন ক্রমশই বাড়ছে। দিনরাত চলে এ মশার অত্যাচার, মশারী, কয়েক, ঔষধ ছিটিয়েও রক্ষা পাওয়া যাচ্ছে না। সন্ধ্যার আগেই ঘরের জানালা দরজা বন্ধ রাখতে হচ্ছে। এই মশা থেকে রক্ষা পেতে ছোট বাচ্চা ও বৃদ্ধবয়স্কদের জন্য হাতে সব সময় মশা মারার ব্যাট রাখতে হয়।

এই বিষয়ে চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ সাইফুল আলম রুবেল বলেন, যথা শীঘ্রই পৌরসভার উদ্যোগে মশার বিস্তার রোধে প্রতি ওয়ার্ডে জীবাণুনাশক ছিটানো কার্যক্রম শুরু করা হবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.