শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:০১ অপরাহ্ন

চুনারুঘাটে শিকলবন্দি বানর, একজনকে অর্থদণ্ড

চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে বনের বানর শিকলবন্দি করে রাখার অপরাধে এক ব্যক্তিকে দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকালে উপজেলার ১ নম্বর গাজীপুর ইউনিয়নের খেতামারা আশ্রয়ণ প্রকল্পে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন – ২০১২’ এর অধীনে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নীলিমা রায়হানার নেতৃত্বে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বনের বানর ক্রয় ও শিকলবন্দি করে রাখার অপরাধে খেতামারা আশ্রয়ণ প্রকল্পের মৃত হাফিজ মিয়ার পুত্র মদরিস মিয়াকে (৫০) দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে চুনারুঘাট থানার একদল পুলিশ ও সাতছড়ি রেঞ্জের বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সহযোগিতা করেছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.