শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন

জিপি-টেলিটকের আনলিমিটেড ডাটা প্যাকেজ চালু

ডেস্ক রিপোর্ট মোবাইল অপারেটর গ্রামীণফোন ও টেলিটকের ডেটা প্যাকেজ এখন আনলিমিটেড। প্রতিষ্ঠান দুটির ৬, ১৫, ২৬ ও ৪০ জিবির ডেটা কিনলে মেয়াদ ফুরিয়ে যাওয়ার টেনশন আর থাকছে না।

সরকারি মোবাইল অপারেটর টেলিটক ও বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোন এই চারটি আনলিমিটেড (মেয়াদবিহীন) ডেটা প্যাকেজ চালু করেছে। সে সুবাদে নির্ভার হয়েই এসব ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) রোববার এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রামীণফোনের মাধ্যমে ১১৯৯ টাকায় ৪০ জিবি ও ৫৪৯ টাকায় ১৫ জিবি এবং টেলিটকের মাধ্যমে ১২৭ টাকায় ৬ জিবি এবং ৩০৯ টাকায় ২৬ জিবি ডাটা প্যাকেজ চালু করা হয়েছে।

গত ২৮ এপ্রিল বিটিআরসির নির্দেশনা অনুযায়ী দেশের মোবাইল সব অপারেটর বাজারে প্রথম আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ চালু করে।

অন্যান্য অপারেটররা পর্যায়ক্রমে নতুন করে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ চালু করবে বলে জানিয়েছে বিটিআরসি।

আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ উপভোগকারী গ্রাহকদের প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান সিম রিসাইকেল প্রক্রিয়া এবং নির্দেশিকা অনুসরণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.