রবিবার, ১৯ মে ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন

” দুঃখেরা হেসে ওঠে হো হো করে “

গোলাম কবির
 ফাল্গুন তো এলো বরাবরের মতোই !
 পলাশ, শিমুল আর কৃষ্ণচূড়ার রঙে
 রঙিন শহরের পার্কগুলো কিন্তু
 মানুষের জীবনে বসন্ত এলো না!
 চৈত্রদিনের তপ্ত দুপুরের মতো
 ধুঁকছে শহুরে জীবন!
 এই শহর এখন যেনো মৃতুপুরী!
 বাতাসে  ফুলের সৌরভ নয়,
 ভেসে আসছে মানুষ পোড়া উৎকট গন্ধ!
 জীবনের একঘেয়েমি কাটাতে
 রেস্তোরাঁয় বিরিয়ানি খেতে আসা
 ৪৬ জনের মৃত্যুর সংবাদ পেয়ে
 এবং টিভিতে প্রচারিত অগ্নিকাণ্ডের
 বিভৎসতা দেখে দেখে মানুষ
 এখন আতঙ্কিত, ভীতসন্ত্রস্ত এবং
 স্বজনহারাদের আর্তনাদে বাতাস
 ভারী হয়ে গেছে, কেমন একটা
 থমথমে অবস্থা বিরাজমান সবখানেই !
 এখানে এখন কোনো আনন্দ নেই,
 উল্লাস থেমে গেছে জীবনের!
 এখানে এখন মৃত্যু নাচছে
 ময়ুরের মতো পেখম তুলে!
 এখানে এখন কেবলই থেকে থেকে
 দুঃখেরা হেসে ওঠে হো হো করে!
 গভীর হতাশার মেঘ জমে জমে
 এখন যেনো অগ্নিবৃষ্টি ঝরছে!
 সবাই চায় পালাতে এই শহর ছেড়ে
 কিন্তু পালাবার কোনো পথ নেই জানা!

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.