শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৫৭ অপরাহ্ন

দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু, শনাক্ত- ১৩১৫৪

নিজস্ব প্রতিবেদকঃ একদিনের ব্যবধানে শনাক্ত একটু কমলেও মৃত্যু কমছে না। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৪২৫ জনে। নতুন শনাক্তের ৫২ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ১৩,১৫৪ জন। আগের দিন এই সংখ্যা ছিল ১৩,৫০১ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ। আগের দিন এই সংখ্যা ছিল ২৯ দশমিক ৭৭ শতাংশ।

সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জন। গত ২৪ ঘণ্টায় ২৭২১ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৭০ হাজার ৯৩৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৬৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৩১ টি নমুনা সংগ্রহ এবং ৪৫ হাজার ৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ২৫ লাখ ২৩ হাজার ৭৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৭০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৭ শতাংশ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.