শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন

নবীগঞ্জে মহাসড়কে চা শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বকেয়া টাকা পরিশোধ দাবিতে মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে চা শ্রমিকরা।

রবিবার (২৪ মার্চ) দুপুরে নবীগঞ্জ উপজেলার রোকনপুর বাজারে ইমাম চা বাগানের চা-শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চা-শ্রমিকদের অভিযোগ, ২০২৩ সালের অক্টোবর থেকে বন্ধ রয়েছে নবীগঞ্জের ইমাম চা বাগান। ফলে মানবেতর অবস্থায় জীবনযাপন করছে ২১২ জন শ্রমিক। পূর্বের বকেয়া বেতন ও রেশনসহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদানে প্রশাসন বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় আন্দোলনে নেমেছেন তারা।

এমন বাস্তবতায় দ্রুত সমস্যা সমাধান না হলে বৃহৎ আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন চা শ্রমিকরা।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.