সোমবার, ২০ মে ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন

খবরের শিরোনাম:
হাঁটছিলেন রেললাইনে, দুই পা বিচ্ছিন্ন হলো সাকিবের ভোটের টাকা বিলি করতে গিয়ে গণপিটুনির শিকার সাবেক চেয়ারম্যান মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রয়েছে : মৌলভীবাজারে আইজিপি লন্ডনস্থ ক্যামডেন কাউন্সিলের মেয়র নিযুক্ত হয়েছেন হবিগঞ্জের সমতা খাতুন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের একাধিক প্রার্থী সুবিধাজনক অবস্থানে বিএনপির একক প্রার্থী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জেলা পরিষদের অর্থসহায়তা জেলাবাসীর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে এমপি আবু জাহির এর অনন্য উদ্যোগ বিদ্যালয়ে টিকটক করার অভিযোগে শিক্ষার্থী বহিষ্কার লাখাইয়ে নয়ন হত্যার ঘটনায় আটক ৪

রেকর্ড গড়ার পথে সালমার কাতারে জ্যোতি

স্পোর্টস ডেস্ক ,বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নেতৃত্ব নেয়ার পর থেকেই অদম্য গতিতে ছুটে চলছেন। তবে দলীয় পরিসংখ্যানের বিবেচনায় অম্ল-মধুর সময় কাটাচ্ছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেটে গত বছরটা জ্যোতির জন্য ছিল দুর্দান্ত। যদিও নতুন বছরে এখনো মনে রাখার মতো কিছু করতে পারেননি তিনি। এরই মধ্যে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নতুন রেকর্ড গড়তে চলেছেন এই ব্যাটার।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৫ টি-২০ ম্যাচ খেলেছেন জ্যোতি। যেখানে ২৫.৬৪ গড়ে ১ হাজার ৭৯৫ রান করেছেন তিনি। তার ঝুলিয়ে রয়েছে একটি শতক। আর সর্বোচ্চ অপরাজিত ১১৩ রানের একটি ইনিংস।

দেশের হয়ে সর্বোচ্চ টি-২০ খেলা ক্রিকেটার হিসেবে জ্যোতির সঙ্গে যৌথভাবে রয়েছেন টাইগ্রেসদের সাবেক অধিনায়ক সালমা খাতুন। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটারও খেলেছেন ৯৫টি টি-২০ ম্যাচ। যেখানে ১৫.৪৬ গড়ে ৬৩৪ রান করেছেন। পাশাপাশি ৮৪ উইকেটও রয়েছে তার ঝুলিতে।

দেশের হয়ে আরেকটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেললেই সালমা খাতুনকে টপকে যাবেন টাইগ্রেস দলপতি জ্যোতি।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.