রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:০১ অপরাহ্ন

খবরের শিরোনাম:
লন্ডনস্থ ক্যামডেন কাউন্সিলের মেয়র নিযুক্ত হয়েছেন হবিগঞ্জের সমতা খাতুন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের একাধিক প্রার্থী সুবিধাজনক অবস্থানে বিএনপির একক প্রার্থী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জেলা পরিষদের অর্থসহায়তা জেলাবাসীর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে এমপি আবু জাহির এর অনন্য উদ্যোগ বিদ্যালয়ে টিকটক করার অভিযোগে শিক্ষার্থী বহিষ্কার লাখাইয়ে নয়ন হত্যার ঘটনায় আটক ৪ নবীগঞ্জে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১-আহত ৫ সাধারণ কৃষকদের দোরগোড়ায় প্রাণোদনার সুফল পৌঁছে দিন-এমপি আবু জাহির মৌলভীবাজারে মসজিদের খতিব’কে মারধর করলেন মোতাওয়াল্লী আজমিরীগঞ্জে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

লাখাইয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে এএনসি’র ষান্মাসিক সভা

বিল্লাল আহমেদ লাখাই থেকে,লাখাইয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে এএনসি (এডভোকেসি নেটওয়ার্ক কমিটি)-এর ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বুল্লা ইউনিয়নের শাহ বায়েজিদ (রহ.) ইসলামি একাডেমিতে উপজেলা এএনসি’র চেয়ারপার্সন প্রবীণ সাংবাদিক বাহার উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রানেশ গোস্বামীর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল এসিস্ট্যান্ট ফ্যাসিলেটেটর মোতাব্বির হোসেন ও হবিগঞ্জ জেলা এএনসি’র সাধারণ সম্পাদক এবং বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন লাখাই এএনসি’র ভাইস চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক এমএ ওয়াহেদ, লাখাই প্রেসক্লাবের সভাপতি ও এএনসি মেম্বার অ্যাডভোকেট আলী নোয়াজ, এএনসি’র যুগ্ম সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন রিপন, এএনসি মেম্বার সাংবাদিক বিল্লাল আহমেদ, এএনসি মেম্বার খাদিজা চিশতি পপি প্রমূখ। সভায় লাখাই এএনসি’র দুই সদস্য প্রয়াত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতি ও প্রয়াত সাংবাদিক আতাউর রহমান ইমরানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন এএনসি মেম্বার সাংবাদিক মাওলানা শাহীন মোল্লা। সভায় লাখাই উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে সরকারি বিভিন্ন দপ্তরের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয়া হয়। এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে সাংবাদিক আলী নোয়াজকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করে দেয়া হয়। এছাড়া ভাতা বঞ্চিত প্রতিবন্ধীদের তালিকা তৈরি ও শিক্ষা উপবৃত্তি বঞ্চিত দলিত শিক্ষার্থীদের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট সরকারি দপ্তর জমা দিয়ে বঞ্চিতদের ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রাপ্তি নিশ্চিত করতে এডভোকেসি করার সিদ্ধান্ত হয়। এ পরিকল্পনা বাস্তবায়নে সাংবাদিক এমএ ওয়াহেদকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট অপর একটি উপকমিটি গঠন করে দেয়া হয়। আগামী ৬ মাসের মধ্যে এসব পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়। ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প’-এর আওতায় ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক এবং ক্রিশ্চিয়ান এইডের কারিগরি সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে লাখাই এএনসি’র এ ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.