লাখাইয়ে বুরো বাংলাদেশের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
লাখাই উপজেলায় দরিদ্র, দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ৭ জানুয়ারি বিকাল ৩ ঘটিকার সময় বামৈ সরকারি উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে উপজেলার বামৈ ও মুড়াকরি দুই ইউনিয়নের ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন বুরো বাংলাদেশ সিলেট অঞ্চল,হবিগঞ্জ এলাকা,লাখাই উপজেলা শাখা।
এলাকা ব্যবস্থাপক, বুরো বাংলাদেশ হবিগঞ্জ এলাকা সিলেট অঞ্চলের আমিনুল ইসলামের সভাপতিত্বে, বানিয়াচং শাখার ব্যবস্থাপক রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শিবলীজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার লাখাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাখাই থানা ওসি তদন্ত মোঃ শফিকুল ইসলাম,খন্দকার মিজানুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক, বুরো বাংলাদেশ, সিলেট অঞ্চল কল্যাণ রঞ্জন দেব, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), বামৈ সরকারি উচ্চ বিদ্যালয়,সঞ্জিত দাস শাখা ব্যবস্থাপক লাখাই,সাংবাদিক বাহার উদ্দিন, সাংবাদিক বিল্লাল আহমেদ, সাংবাদিক পারভেজ হাসান প্রমুখ।
এই শীতে শীতবস্ত্র পেয়ে খুশি হয়ে একজন জানান, এ বছর এখন পর্যন্ত কেউ একটা কম্বল দেয় নাই। আজ ব্যুরো বাংলাদেশের কম্বল পেলাম আর শীতের কষ্ট থাকবে না।
বক্তারা বলেন ভবিষ্যতেও এই ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে বুরো বাংলাদেশ এনজিও পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।