রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:২০ অপরাহ্ন

খবরের শিরোনাম:
লন্ডনস্থ ক্যামডেন কাউন্সিলের মেয়র নিযুক্ত হয়েছেন হবিগঞ্জের সমতা খাতুন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের একাধিক প্রার্থী সুবিধাজনক অবস্থানে বিএনপির একক প্রার্থী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জেলা পরিষদের অর্থসহায়তা জেলাবাসীর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে এমপি আবু জাহির এর অনন্য উদ্যোগ বিদ্যালয়ে টিকটক করার অভিযোগে শিক্ষার্থী বহিষ্কার লাখাইয়ে নয়ন হত্যার ঘটনায় আটক ৪ নবীগঞ্জে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১-আহত ৫ সাধারণ কৃষকদের দোরগোড়ায় প্রাণোদনার সুফল পৌঁছে দিন-এমপি আবু জাহির মৌলভীবাজারে মসজিদের খতিব’কে মারধর করলেন মোতাওয়াল্লী আজমিরীগঞ্জে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

লাখাইয়ে শীতার্তদের মধে শীতবস্ত্র বিতরণ করলো ‘আপনজন’

লাখাই প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাইয়ে সামাজিক সংগঠন “আপনজন” এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে আপনজন এর সভাপতি প্রানেশ রন্জন দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মকসুদ আলী এর সঞ্চালনায় এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৬ নম্বর বুল্লা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠন এর যুক্তরাজ্য শাখার সমন্বয়ক শহীদুল আলম বাচ্চু,বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম।

এতে আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, আলহাজ্ব কুতুবউদ্দিন, সাবেক সভাপতি ও উপদেষ্টা এডভোকেট মোঃ সফিকুল ইসলাম, সাবেক সভাপতি ও উপদেষ্টা মোঃ আব্দুল্লাহ, ডাঃ ফরাস উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট কামরুল হাসান চৌধুরী, এডভোকেট আজিজুল হক চৌধুরী জুয়েল, মোঃ বখতিয়ার উদ্দিন তালুকদার শাহজাহান, মোঃ সিরাজ উদ্দিন সহ আপনজনের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলার বুল্লা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও পূর্ব বুল্লা মিরানিয়া বায়েজিদিয়া হাফিজিয়া মাদ্রাসার ৪৬ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র জ্যাকেট তুলে দেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ এর ১৯৮২ ব্যাচ এর প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠা সামাজিক সংগঠন আপনজন দীর্ঘ ১২ বছর যাবত মানবসেবার মহান ব্রত নিয়ে কাজ করে আসছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.