রবিবার, ১৯ মে ২০২৪, ১০:১৪ অপরাহ্ন

খবরের শিরোনাম:
লন্ডনস্থ ক্যামডেন কাউন্সিলের মেয়র নিযুক্ত হয়েছেন হবিগঞ্জের সমতা খাতুন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের একাধিক প্রার্থী সুবিধাজনক অবস্থানে বিএনপির একক প্রার্থী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জেলা পরিষদের অর্থসহায়তা জেলাবাসীর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে এমপি আবু জাহির এর অনন্য উদ্যোগ বিদ্যালয়ে টিকটক করার অভিযোগে শিক্ষার্থী বহিষ্কার লাখাইয়ে নয়ন হত্যার ঘটনায় আটক ৪ নবীগঞ্জে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১-আহত ৫ সাধারণ কৃষকদের দোরগোড়ায় প্রাণোদনার সুফল পৌঁছে দিন-এমপি আবু জাহির মৌলভীবাজারে মসজিদের খতিব’কে মারধর করলেন মোতাওয়াল্লী আজমিরীগঞ্জে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

লাখাইর বধূ লাল দাস খুনের প্রধান আসামিসহ দুজন গ্রেফতার

বিল্লাল আহমেদ লাখাই থেকে, লাখাইয়ে আলোচিত বুধ লাল দাস হত্যা মামলার আসামী ২৪ ঘন্টার ভিতরে গ্রেপ্তার।  এ ব্যপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের প্রেস ব্রিফিং এ বলেন,, আমার থানার পুলিশের উপ-পরিদর্শক শৈলেশ চন্দ্র দাস আমার দিকনির্দেশনায় এ মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক চৌকস শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ একটি টিম  অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে  বুধ লাল দাস হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামী বাবুল মিয়া ও আব্দুল করীম নামে ২ জন কে   গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো জানান শুক্রবার (১২ জানুয়ারী)  দিবাগত রাত ২টার সময় চট্রগ্রাম এর পতেঙ্গা থানার পুলিশের সহযোগিতায় পতেঙ্গা এলাকা থেকে  অভিযান চালিয়ে চরগাও গ্রামের মৃত জবান উল্লার ছেলে বাবুল মিয়া (৪৫) ও বাবুল মিয়ার ছেলে আব্দুল করীম (২২) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
শনিবার ( ১৩ জানুয়ারী) সন্ধার পর লাখাই থানায় সাংবাদিকদের সামনে প্রেসব্রিফিং  এ তথ্য প্রদান করেন।  এ সময় উপস্থিত ছিলেন লাখাই থানার  পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত চম্পক দাম সহ লাখাই প্রেসক্লাব এর সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন সাংগঠনিক সম্পাদ ক বিল্লাল আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ সদস্য সুশীল চন্দ্র দাস, সাংবাদিক আব্দুল মতিন, ও সাংবাদিকবৃন্দ। থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের  মোঃ আবুল খায়ের  আরো বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের কে রবিবার (১৪ জানুয়ারী)  হবিগঞ্জ জেলা সদরে বিজ্ঞ আদালত প্রেরন করা হবে।
 উল্লেখ্য গত ১০ জানুয়ারী দিবাগত রাতে ভরপূর্নী গ্রামে মেলা থেকে বাড়ী ফেরার পথে হেলারকান্দি গ্রামের বধূ লাল দাস কে কাঠালকান্দি মাঠের পূর্ব উত্তরে বাবুল মিয়া গং আসামীগন বুধ লাল দাস কে খুন করে। এ ঘটনায় শুক্রবার থানায় মৃতের স্ত্রী জয়মালা রাণী বাদী হয়ে লাখাই থানায় ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.