লাখাই উপজেলার বুল্লা বাজারে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালত পরিচালিত
লাখাই উপজেলার বুল্লা বাজারে ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার আইনে তিনটি প্রতিষ্ঠানকে ৬০০০ টাকা জরিমানা করা হয়েছে।
২১ অক্টোবর রোজ সোমবার বিকাল তিন ঘটিকার সময় বুল্লা বাজারে বিভিন্ন পণ্যের মেয়াদ উত্তীর্ণ ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যের দাম অতিরিক্ত করে ক্রেতাদের কাছে বিক্রি করার উপর এ অভিযান চালায় এক্সিকিউটি ম্যাজিষ্টেটও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এ সময় লাখাই থানার এস আই আখতারুজ্জামান মিয়া সহ একদল পুলিশ এ অভিযানে সহযোগিতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার ভূমি অফিসের পেরেশকার প্রণব কান্তি দেব।
 বিভিন্ন পণ্য মেয়াদ উত্তীর্ণ্নে দায়ে আল আমিন স্টোর কে ২০০০ টাকা শামীম স্টোরকে ২০০০টাকা জাহেদ মিয়া ডিমের দোকানদারকে ডিমের দাম বেশি বলায় ২০০০ টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়। 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা জানান এ অভিযান অব্যাহত থাকবে প্রথম দিনের মত বুল্লা বাজারে তিনটি প্রতিষ্ঠানকে৬০০০টাকা জরিমানা করা হয়েছে।
সবজি দোকানদারদেরকে নির্ধারিত পণ্যের ক্রয় রশিদ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রাথমিকভাবে তাদেরকে সতর্ক করা হয়েছে।
 
																			 
								                                        
























