শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:১১ পূর্বাহ্ন

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১১৬ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদকঃ লিবিয়া থেকে ১১৬ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বুধবার বেলা ১২টার দিকে তাদের বহনকারী উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

দূতাবাস আরো জানায়, দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টা ও কূটনৈতিক যোগাযোগের পর লিবিয়ার দার্জ ডিটেনশন সেন্টারে আটক ৮৬ জনসহ মোট ১১৬ জন বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ভাড়া করা বিমানে লিবিয়া থেকে মঙ্গলবার সন্ধ্যায় দেশের উদ্দেশ্যে রওনা করে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, দার্জ ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের দেশে প্রত্যাবাসনের জন্য দূতাবাস হতে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালানো হয়।

দার্জ ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের ত্রিপলিতে স্থানান্তরের জন্য লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, অবৈধ অভিবাসন অধিদফতর, ইমিগ্রেশন অধিদফতর এবং আইওএমের সঙ্গে চতুর্মুখী সমন্বয় করে বাংলাদেশ দূতাবাস।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.