শায়েস্তাগঞ্জে বহুমুখী সমবায় সমিতির দোকান ঘর দখলের অভিযোগ
শায়েস্তাগঞ্জ উপজেলায় ফৌজদারী আদালতের রায় অমান্য করে হবিগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর দোকান ঘর জোর পূর্বক দখল করেছেন মোঃ হারুনুর রশীদ নামে এক প্রভাবশালী। শুধু তাই নয়, দোকানঘরে থাকা মূল্যবান জিনিস ও কাগজপত্র ছিনতাই করেছে সে।
এছাড়া সমিতির নামে মিথ্যা মামলা দিয়ে সভাপতি ও নির্বাহী কর্মকর্তাকে হয়রানী করে আসছে এবং বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্চে। এতে করে অফিসের কার্যক্রম পরিচালনা করতে নিরাপত্তাহীনতায় ভুগছেন সমবায় অফিসারসহ সমিতির লোকজন।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ বছর ধরে হবিগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর অধীনস্থ অফিস ও গুদামসহ বিশাল পরিত্যক্ত জায়গায় রয়েছে। এর মধ্যে জমি গুলো পরিত্যক্ত থাকায় পৌর শহরে জায়গা মূল্য দিন দিন বেড়ে যাওয়ার সুযোগে এক শ্রেণির ভূমি খেকো পরিত্যক্ত জায়গা দখল করে দোকান ঘর তৈরি করে ব্যবসা বানিজ্য করে আসছে এবং ভাড়া দিয়ে মাসে মাসে হাজার হাজার টাকা উপার্জন করছে।
এদিকে, শায়েস্তাগঞ্জ উপজেলা সমবায় অফিস-এর নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল তালুকদার দায়িত্ব আসার পর হবিগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সমস্ত সম্পদ দায়িত্বে থাকা অবস্থায় শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের ভূমি খেকো মোঃ হারুনুর রশীদ পৌর শহরে হাসপাতাল সড়কের দোকান কোটা দখল করেন। যে কারণে উপজেলা সমবায় নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল তালুকদার বাদী হয়ে হবিগঞ্জ জেলা ম্যাজিস্টেট আদালতে মামলা দায়ের করেন।
যার মামলা রুজু নং-৫০৯/২০২০। পরে মামলাটি শায়েস্তাগঞ্জ ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারায় হবিগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর পক্ষে রায় দেন। রায় দেওয়ার পর ভূমি খেকো বিবাদী মোঃ হারুনুর রশীদ উচ্চ আদালতে আপীল করে মামলাটি চলমান অবস্থায় গত মঙ্গলবার (৬ আগস্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার সময়ে ক্ষমতার দাপট দেখিয়ে তার দলবল নিয়ে রাষ্ট্রীয় সরকারি সম্পদ হবিগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর চার সাটার দোকান ঘরে জোর পূর্বক ভাবে তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এবং ঘরের ভেতর উপজেলা সমবায় অফিসের অনেক মূল্যবান মালামালসহ অনেক জরুরি কাগজ পত্র ছিনিয়ে নিয়ে যায়।
পরের দিন অফিস খোলা হলে উপজেলা সমবায় নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল তালুকদার এ দৃশ্য দেখে মোঃ হারুনুর রশীদকে দোকান ঘরের তালা কেন ভাঙলেন এ কথা বলতে না বলতেই ভূমি খেকো উত্তেজিত হয়ে বিভিন্ন গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। তাৎক্ষিক বিষয়টি উপজেলা প্রশাসন ও সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়ে অবগত করেন তিনি। যে কারনে সে দোকান তালাবদ্ধ করে চলে যায়।
তবে দুই দিন পর গতকাল সোমবার আবারও সে দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং দখল করে রাখে। এছাড়া সে সমিতির নামে ১ লাখ ৯২ হাজার টাকার একটি মিথ্যা মামলা দিয়ে সভাপতি ও নির্বাহী কর্মকর্তাকে হয়রানী করছে বলেও অভিযোগ রয়েছে। মামলাটি বর্তমানে প্রক্রিয়াধিন রয়েছে।
এ ঘটনার পর থেকে মোঃ হারুনুর রশীদ বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে। ফলে শায়েস্তাগঞ্জ উপজেলা সমবায় নির্বাহী অফিসার মোঃ ইসমাইল তালুকদার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনিসহ অফিসের লোকজন অফিস খুলে নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে ভয়-আতঙ্গে রয়েছেন। যে কোন সময় হারুনুর রশীদ ও তার লোকজন তাদের উপর অতর্কিত হামলা করতে পারে বলেও শঙ্কায় রয়েছেন তারা