শায়েস্তাগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, জাতীয়বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় শায়েস্তাগঞ্জে আজ উদ্বোধন হবে। আজ থেকেই বিভিন্ন কলেজের কার্যক্রম এই অস্থায়ী কার্যালয় থেকে শুরু হবে। শীঘ্রই স্থায়ীভাবে আঞ্চলিক কার্যালয় করতে যাচ্ছি আমরা।
বৃহস্পতিবার(১৬ জানুয়ারী) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ভিসি বলেন, শায়েস্তাগঞ্জে টেকনিক্যাল ও বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন। আমি সব ধরণের সহযোগিতা করব। মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করেন। তাহলে চাকুরি পিছনে দৌড়াতে হবে।
তিনি বলেন- দেশের আনাচাকানাছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অনার্স-মার্স্টাস কলেজ করা হয়েছে। খোঁজ নিয়ে দেখা গেছে এইসব কলেজগুলোতে পড়ালেখা হয় না। শিক্ষকদের ঠিক মত বেতন দেওয়া হয় না। এইসব কলেজের কার্যক্রম বন্ধ করা হবে।
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস, থানার ওসি দিলিপ কান্ত নাথ, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তুফা, পঞ্চাশ হইস্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নাছির উদ্দিন, প্রধান শিক্ষক মোঃ মানিক মিয়া, বাহুবল অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, মোঃ শাহ হুমায়ূন কবীর, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আ স ম আফজল আলী, সাবেক সাধারণ সম্পাদক হারুন সাঁই, সহসভাপতি সৈয়দ আজিজুর রহমা ছয়ফুর, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, শাহ মোস্তুফা কামাল,মোঃ মহিবুর রহমান, মোহাম্মদ শফিক মিয়া, তোফায়েল আহমেদ মনির, শামীম আহমেদ, মোঃ শামীম চৌধুরী, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মুহিন শিপন, সাংবাদিক অপু দাস, আব্দুস শহিদ, জনি আহমেদ, আজমান আলী, ইনজামামুল হক নাঈম, শামছুল আলম রিপন, সাংস্কৃতিক কর্মী জিতু আহমেদ মাখন, এডভোকেট অলিউর রহমান, সহ বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষকমন্ডলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।