ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে ক্রীড়া দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে সভা ও র‌্যালী অনুষ্ঠিত Logo শায়েস্তাগঞ্জে মাজারের দর্শনার্থীদের উত্ত্যক্ত না করতে অনুরোধ করায় নিরীহ লোকদের ওপর হামলা Logo নবীগঞ্জে আব্দুল কাইয়ুম হত্যাকান্ডের প্রধান আসামী মোজাহিদ র‌্যাবের হাতে বন্দি Logo ‘৩২৯ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ Logo মাধবপুরে গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ২ Logo নবীগঞ্জে নেশার টাকার জন্য ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে ঘাতক ছেলে Logo আজ তেলিয়াপাড়া দিবস, ১১ সেক্টরে ভাগ হয় মুক্তিযুদ্ধের রণাঙ্গন Logo আমাকে যুদ্ধপরাধ মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়েছিল: জামায়াত আমীর Logo সাতছড়ি উদ্যানে পর্যটকের ঢল Logo হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত

সুনামগঞ্জে বজ্রপাতে ১ শ্রমিক ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বজ্রপাতে এক শ্রমিক ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৃথক দুটি স্থানে দুর্ঘটনায় তারা প্রাণ হারান।

দুপুরে বজ্রপাতে উপজেলা সদরের মুক্তিখলা গ্রামে গ্রামের মৃত ফজর আলীর ছেলে ইমদাদুল ইসলাম (৫০) মৃত্যু হয়েছে ও ইউনুস মিয়া (৮) ও আরাফাত হাসান মেহেদী (৭) পানিতে ডুবে মৃত্যুবরণ করে।

স্থানীয়রা জানান, বাড়ির সামনে কাজ করছিলেন ইমদাদুল হকসহ চার শ্রমিক। এসময় বজ্রপাতের ঘটনায় মাটিতে লুটিয়ে পড়েন ইমদাদুল ইসলাম। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুমন চন্দ্র বর্মন তাকে মৃত ঘোষণা করে।

তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার পর ইসিজি করে কোন পালস পাইনি। ঘটনাস্থলেই বজ্রপাতে মৃত্যু ঘটেছে তার।

একই সময়ে উপজেলা সদরের সামনের করচার হাওরে ইউনুস মিয়া (৮) ও আরাফাত হাসান মেহেদী (৭) পানিতে ডুবে মৃত্যুবরণ করে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। নিহত ইউনুস মিয়া (৮) সে উপজেলা সদরের রাধানগরের ফজলুল হকের ছেলে। অপর নিহত শিশু আরাফাত হাসান মেহেদী (৭) উপজেলার শক্তিয়ারখলা গ্রামের মনোয়ার হোসেন ময়নার ছেলে।

স্থানীয়রা জানান, মামার বাড়িতে থেকে পড়াশুনা করত আরাফাত। দুপুরে মামাতো ভাই ইউনুস ও আরাফাত উপজেলা সদরের সামনের করচার হাওরে খেলার ছলে পানিতে নামে। এসময় এক ভাই ডুবে গেলে বাঁচানোর জন্য আরেক ভাইও ডুবে মারা যায়। কিছুক্ষণ পর একজনের লাশ ভেসে ওঠে। শেষে খোঁজাখুঁজি করে আরেক জনের লাশ ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়।

বিশ্বম্ভরপুর থানার ওসি কাউছার আলম তিনজনের মৃত্যুর খবর জানিয়েছেন, বজ্রপাতে একজন এবং পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
৮১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে বজ্রপাতে ১ শ্রমিক ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বজ্রপাতে এক শ্রমিক ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৃথক দুটি স্থানে দুর্ঘটনায় তারা প্রাণ হারান।

দুপুরে বজ্রপাতে উপজেলা সদরের মুক্তিখলা গ্রামে গ্রামের মৃত ফজর আলীর ছেলে ইমদাদুল ইসলাম (৫০) মৃত্যু হয়েছে ও ইউনুস মিয়া (৮) ও আরাফাত হাসান মেহেদী (৭) পানিতে ডুবে মৃত্যুবরণ করে।

স্থানীয়রা জানান, বাড়ির সামনে কাজ করছিলেন ইমদাদুল হকসহ চার শ্রমিক। এসময় বজ্রপাতের ঘটনায় মাটিতে লুটিয়ে পড়েন ইমদাদুল ইসলাম। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুমন চন্দ্র বর্মন তাকে মৃত ঘোষণা করে।

তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার পর ইসিজি করে কোন পালস পাইনি। ঘটনাস্থলেই বজ্রপাতে মৃত্যু ঘটেছে তার।

একই সময়ে উপজেলা সদরের সামনের করচার হাওরে ইউনুস মিয়া (৮) ও আরাফাত হাসান মেহেদী (৭) পানিতে ডুবে মৃত্যুবরণ করে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। নিহত ইউনুস মিয়া (৮) সে উপজেলা সদরের রাধানগরের ফজলুল হকের ছেলে। অপর নিহত শিশু আরাফাত হাসান মেহেদী (৭) উপজেলার শক্তিয়ারখলা গ্রামের মনোয়ার হোসেন ময়নার ছেলে।

স্থানীয়রা জানান, মামার বাড়িতে থেকে পড়াশুনা করত আরাফাত। দুপুরে মামাতো ভাই ইউনুস ও আরাফাত উপজেলা সদরের সামনের করচার হাওরে খেলার ছলে পানিতে নামে। এসময় এক ভাই ডুবে গেলে বাঁচানোর জন্য আরেক ভাইও ডুবে মারা যায়। কিছুক্ষণ পর একজনের লাশ ভেসে ওঠে। শেষে খোঁজাখুঁজি করে আরেক জনের লাশ ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়।

বিশ্বম্ভরপুর থানার ওসি কাউছার আলম তিনজনের মৃত্যুর খবর জানিয়েছেন, বজ্রপাতে একজন এবং পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটেছে।