সুনামগঞ্জে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে র্যাব ২২৫ বোতল বিদেশী মদসহ আব্দুর রউফ (৪৫)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে (র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব এলিট ফোস)।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯,সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল আটক করে।
আটক রউফ উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন গ্রামের মৃত আব্দুল মালেক এর ছেলে।
র্যাব-৯ সিলেট সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল এর সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামি ও জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।