শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন

২৪ ঘণ্টায় আরো ১৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে,মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদকঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা। আর একই সময়ে একজন ডেঙ্গুরোগী মারা গেছেন।

মঙ্গলবার বিকেলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

অধিদফতর জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ১০৯ জন রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং ৩৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা সর্বমোট রোগীর সংখ্যা ৭০৯ জনে দাঁড়িয়েছে। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫৫৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৫০ জন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে আজ (২ নভেম্বর) পর্যন্ত হাসপাতালে সবমিলিয়ে রোগী ভর্তি হয়েছেন ২৩ হাজার ৯৪৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ হাজার ১৪২ জন রোগী। ডেঙ্গুতে এ সময় ৯২ জনের মৃত্যু হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.