ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আর্জেন্টিনার কাছে ৯-১ গোলে বিধ্বস্ত হয়েছিল কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক

কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০০১ সালের চ্যাম্পিয়ন কলম্বিয়া। আগামী সোমবার (১৫ জুলাই) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় মুখোমুখি হবে দু’দল।

চলতি আসরে এখন পর্যন্ত দু’দলই অপরাজিত। তবে আর্জেন্টিনা পূর্ণাঙ্গ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠলেও কলম্বিয়া দুই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে। কলম্বিয়া এখন পর্যন্ত ২৮ ম্যাচ অপরাজিত রয়েছে। অন্যদিকে আর্জেন্টিনা অপরাজিত রয়েছে ১০ ম্যাচ।

আলবিসেলেস্তেরা সবশেষ ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের কাছে ২-০ গোলে পরাজয়বরণ করে। যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের ১৭ নভেম্বর। অন্যদিকে কলম্বিয়া সবশেষ ম্যাচ হেরেছিল ২০২২ সালের ২ ফেব্রুয়ারি বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে। এরপর থেকে তারা অপরাজেয়।

আর্জেন্টিনা কোপার পরপর দু’আসরে ফাইনালে উঠলেও কলম্বিয়াকে স্বপ্নের ফাইনালে উঠতে অপেক্ষা করতে হয়েছে ২৩ বছর। তাই এই ফাইনালটি তারা স্মরণীয় করে রাখতে চাইবে এটা নিশ্চিত বলা যায়। তবে প্রতিপক্ষ যে আর্জেন্টিনা তাই কঠিন লড়াই অপেক্ষা করছে তাদের জন্য।

অবশ্য দু’দলের মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনা যোজন যোজন এগিয়ে আছে। কলম্বিয়া ও আর্জেন্টিনা মোট ৪৩বার একে অপরের মুখোমুখি হয়েছে। যেখানে আর্জেন্টিনা জিতেছে ২৬ ম্যাচে ও কলম্বিয়ার জয় নয় ম্যাচে। বাকি আটটি ম্যাচ ড্র হয়েছে।

আর্জেন্টিনা ও কলম্বিয়ার প্রথম সাক্ষাৎ হয় ১৯৪৫ সালে। তাও আবার কোপা আমেরিকার মঞ্চে। যদিও ওই সময় টুর্নামেন্টটির নাম ছিল ‘দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ’। ওই আসরে একই গ্রুপে খেলে আর্জেন্টিনা-কলম্বিয়া। চিলির সান্তিয়াগোতে নাসিওনাল জুলিও মার্টিনেজ প্রদানোস স্টেডিয়ামে ৬০ হাজার দর্শকের সামনে ম্যাচটিতে লম্বিয়াকে ৯-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

যা ছিল দলটির বিপক্ষে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়। ওই আসরেই ব্রাজিলকে হারিয়ে সপ্তমবারের মতো কোপার শিরোপা ঘরে তুলে আলবিসেলেস্তেরা। ম্যাচের প্রথমার্ধেই ৭ গোল করে আর্জেন্টাইন ফুটবলাররা। ম্যাচের ৩ ও ৭ মিনিটে রেনে আলেজান্দ্রো পন্টোনি প্রথম দুইটি গোল করেন। ১৫ মিনিটে নরবার্তো ডোরোতেও মেন্ডেজ করেন তৃতীয় গোলটি। এর ৬ মিনিট পর ২১তম মিনিটে জুয়ান জোসে ফেরারো পা থেকে আসে চতুর্থ গোল। ২৭ মিনিটে রিনালদো ফিওরামন্টি মার্টিনো করেন পঞ্চম গোলটি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
৩৬ বার পড়া হয়েছে

আর্জেন্টিনার কাছে ৯-১ গোলে বিধ্বস্ত হয়েছিল কলম্বিয়া

আপডেট সময় ১২:৫৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪

কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০০১ সালের চ্যাম্পিয়ন কলম্বিয়া। আগামী সোমবার (১৫ জুলাই) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় মুখোমুখি হবে দু’দল।

চলতি আসরে এখন পর্যন্ত দু’দলই অপরাজিত। তবে আর্জেন্টিনা পূর্ণাঙ্গ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠলেও কলম্বিয়া দুই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে। কলম্বিয়া এখন পর্যন্ত ২৮ ম্যাচ অপরাজিত রয়েছে। অন্যদিকে আর্জেন্টিনা অপরাজিত রয়েছে ১০ ম্যাচ।

আলবিসেলেস্তেরা সবশেষ ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের কাছে ২-০ গোলে পরাজয়বরণ করে। যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের ১৭ নভেম্বর। অন্যদিকে কলম্বিয়া সবশেষ ম্যাচ হেরেছিল ২০২২ সালের ২ ফেব্রুয়ারি বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে। এরপর থেকে তারা অপরাজেয়।

আর্জেন্টিনা কোপার পরপর দু’আসরে ফাইনালে উঠলেও কলম্বিয়াকে স্বপ্নের ফাইনালে উঠতে অপেক্ষা করতে হয়েছে ২৩ বছর। তাই এই ফাইনালটি তারা স্মরণীয় করে রাখতে চাইবে এটা নিশ্চিত বলা যায়। তবে প্রতিপক্ষ যে আর্জেন্টিনা তাই কঠিন লড়াই অপেক্ষা করছে তাদের জন্য।

অবশ্য দু’দলের মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনা যোজন যোজন এগিয়ে আছে। কলম্বিয়া ও আর্জেন্টিনা মোট ৪৩বার একে অপরের মুখোমুখি হয়েছে। যেখানে আর্জেন্টিনা জিতেছে ২৬ ম্যাচে ও কলম্বিয়ার জয় নয় ম্যাচে। বাকি আটটি ম্যাচ ড্র হয়েছে।

আর্জেন্টিনা ও কলম্বিয়ার প্রথম সাক্ষাৎ হয় ১৯৪৫ সালে। তাও আবার কোপা আমেরিকার মঞ্চে। যদিও ওই সময় টুর্নামেন্টটির নাম ছিল ‘দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ’। ওই আসরে একই গ্রুপে খেলে আর্জেন্টিনা-কলম্বিয়া। চিলির সান্তিয়াগোতে নাসিওনাল জুলিও মার্টিনেজ প্রদানোস স্টেডিয়ামে ৬০ হাজার দর্শকের সামনে ম্যাচটিতে লম্বিয়াকে ৯-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

যা ছিল দলটির বিপক্ষে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়। ওই আসরেই ব্রাজিলকে হারিয়ে সপ্তমবারের মতো কোপার শিরোপা ঘরে তুলে আলবিসেলেস্তেরা। ম্যাচের প্রথমার্ধেই ৭ গোল করে আর্জেন্টাইন ফুটবলাররা। ম্যাচের ৩ ও ৭ মিনিটে রেনে আলেজান্দ্রো পন্টোনি প্রথম দুইটি গোল করেন। ১৫ মিনিটে নরবার্তো ডোরোতেও মেন্ডেজ করেন তৃতীয় গোলটি। এর ৬ মিনিট পর ২১তম মিনিটে জুয়ান জোসে ফেরারো পা থেকে আসে চতুর্থ গোল। ২৭ মিনিটে রিনালদো ফিওরামন্টি মার্টিনো করেন পঞ্চম গোলটি।