পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে মুশফিক মুমিনুলদের নিয়ে দল ঘোষণা বিসিবির
বিশ্বকাপ শেষে আর কোনা আন্তর্জাতিক সিরিজ না খেলা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আগামী মাসের মাঝামাঝি সময়ে পাকিস্তান সফরে যাবে । বাবর আজমদের সঙ্গে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের। আর এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। তবে তার আগে ৬ আগস্ট বাংলাদেশ ‘এ’ দল সফর করবে পাকিস্তানের মাটিতে। সফরে দুটি চারদিনের ম্যাচের পাশাপাশি তিনটি একদিনের ম্যাচ খেলবে এ দল। শুরুতেই থাকবে দুটি চার দিনের ম্যাচ, এরপর হবে তিনটি একদিনের ম্যাচ।
আজ মঙ্গলবার (৩০ জুলাই) আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম চার দিনের ম্যাচে রয়েছেন মুশফিকুর রহিম-মুমিনুল হকদের মতো সিনিয়র ক্রিকেটাররা।আগামী ৬ আগস্ট পাকিস্তানে পা রাখবে বাংলাদেশ ‘এ’ দল। ১০ এবং ১৭ আগস্ট দুইটি চার দিনের ম্যাচ আয়োজিত হবে। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩, ২৫ এবং ২৭ আগস্ট। সবগুলো ম্যাচ আয়োজিত হবে ইসলামাবাদে।
প্রথম চার দিনের ম্যাচের দল
মোসাদ্দেক হোসেন সৈকত, মাইদুল ইসলাম অংকন, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভির ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু।
দ্বিতীয় চার দিনের ম্যাচের দল
এনামুল হক বিজয়, মোঃ নাঈম, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, রুয়েল মিয়া, জাকির আলী অনিক, তাওহীদ হৃদয়, মাইদুল ইসলাম অংকন, হাসান মুরাদ, তানভির ইসলাম, সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা।
ওয়ানডে ম্যাচের দল
সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া, মাহিদুল ইসলাম অংকন, মোসাদ্দেক হোসাইন সৈকত, জাকের আলী অনিক, রিয়াদ হোসেন, মেহেদী হাসান, তানভির ইসলাম।