ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রার্থনায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশে বেশ কয়েকদিন ধরেই চলছে আন্দোলন। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এক পর্যায়ে সহিংস হয়ে ওঠে। গত কয়েকদিনে প্রাণ হারান শত শত মানুষ। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ১৭ হাজার ৫০ কিলোমিটার দূরের দেশ আর্জেন্টিনার ফুটবলার এনজো ফার্নান্দেজও পাশে দাড়ালেন আন্দোলনকারী শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা গত কয়েকদিন ফেসবুকে কয়েকটি প্রোফাইল পিকচার ব্যবহার করছেন। লাল রঙ ছাড়াও একটি ছবিতে চোখ বাঁধা লাল রঙের কাপড় দিয়ে। গতকাল ফেসবুকে এমন ছবি প্রকাশ করেন এনজো। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলার ক্যাপশনে লেখেন, ‘আমার বাংলাদেশি ভক্তরা, আমি তোমাদের শুনতে পারছি এবং তোমাদের জন্য প্রার্থনা করছি।’ মাত্র ৩৪ মিনিটে পোস্টটিতে ৬৮ হাজার মানুষ রিয়্যাক্ট করেন।
কমেন্ট বক্সে কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশিরা। সুজন আহমেদ নামের একজন লেখেন, ‘অনেক ধন্যবাদ, আপনার জন্য সম্মান।’ ফেরদৌস আহমেদ নামের আরেকজন লেখেন, ‘আমাদের সমর্থন করার জন্য ধন্যবাদ।’

এর আগে গত ১৯শে জুলাই আরও একটি পোস্ট করেন এনজো। আন্দোলনে তখন সংঘর্ষ শুরু হয়েছে। ওই মুহূর্তে গত বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় ফেসবুকে লেখেন, ‘বাংলাদেশে যে সকল মানুষ বিপদে আছেন তাদের জন্য সহমর্মিতা জানাই ও প্রার্থনা করছি।’ প্রায় দুই লক্ষ মানুষ পোস্টটিতে রিয়্যাক্ট দেন।

গত বিশ্বকাপে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের আবেগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা দেখার দৃশ্য নিয়ে মাতামাতি হয় আর্জেন্টিনাতেও। স্বয়ং লিওনেল মেসিও এটা নিয়ে কথা বলেন, কৃতজ্ঞতা জানান। আর্জেন্টাইনরা এরপর থেকে বাংলাদেশকে নিয়ে বাড়তি আবেগ দেখান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রার্থনায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার

আপডেট সময় ০৭:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪

বাংলাদেশে বেশ কয়েকদিন ধরেই চলছে আন্দোলন। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এক পর্যায়ে সহিংস হয়ে ওঠে। গত কয়েকদিনে প্রাণ হারান শত শত মানুষ। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ১৭ হাজার ৫০ কিলোমিটার দূরের দেশ আর্জেন্টিনার ফুটবলার এনজো ফার্নান্দেজও পাশে দাড়ালেন আন্দোলনকারী শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা গত কয়েকদিন ফেসবুকে কয়েকটি প্রোফাইল পিকচার ব্যবহার করছেন। লাল রঙ ছাড়াও একটি ছবিতে চোখ বাঁধা লাল রঙের কাপড় দিয়ে। গতকাল ফেসবুকে এমন ছবি প্রকাশ করেন এনজো। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলার ক্যাপশনে লেখেন, ‘আমার বাংলাদেশি ভক্তরা, আমি তোমাদের শুনতে পারছি এবং তোমাদের জন্য প্রার্থনা করছি।’ মাত্র ৩৪ মিনিটে পোস্টটিতে ৬৮ হাজার মানুষ রিয়্যাক্ট করেন।
কমেন্ট বক্সে কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশিরা। সুজন আহমেদ নামের একজন লেখেন, ‘অনেক ধন্যবাদ, আপনার জন্য সম্মান।’ ফেরদৌস আহমেদ নামের আরেকজন লেখেন, ‘আমাদের সমর্থন করার জন্য ধন্যবাদ।’

এর আগে গত ১৯শে জুলাই আরও একটি পোস্ট করেন এনজো। আন্দোলনে তখন সংঘর্ষ শুরু হয়েছে। ওই মুহূর্তে গত বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় ফেসবুকে লেখেন, ‘বাংলাদেশে যে সকল মানুষ বিপদে আছেন তাদের জন্য সহমর্মিতা জানাই ও প্রার্থনা করছি।’ প্রায় দুই লক্ষ মানুষ পোস্টটিতে রিয়্যাক্ট দেন।

গত বিশ্বকাপে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের আবেগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা দেখার দৃশ্য নিয়ে মাতামাতি হয় আর্জেন্টিনাতেও। স্বয়ং লিওনেল মেসিও এটা নিয়ে কথা বলেন, কৃতজ্ঞতা জানান। আর্জেন্টাইনরা এরপর থেকে বাংলাদেশকে নিয়ে বাড়তি আবেগ দেখান।