শরিফুলের স্বপ্ন পূরণ, ৩ উইকেট হারাল পাকিস্তান
উইকেটের সুবিধা কাজে লাগানোর আশায় টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের পরিকল্পনা বাস্তবায়ন করেছেন পেসার হাসান মাহমুদ। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারিতে ড্রাইভ করেছিলেন আব্দুল্লাহ শফিক। তবে ব্যাটের কানায় লেগে বল স্লিপে যেতেই ডানদিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ এক ক্যাচ লুফে নেন জাকির হাসান। তিনে নামা শান মাসুদকে ফেরাতে বেশ কিছুক্ষণ ধরেই অফ স্টাম্পে ফেলে বল ভেতরে নেয়ার চেষ্টা করছিলেন হাসান ও শরিফুল ইসলাম।
অবশেষে তাদের দুজনের একটা লাইন ধরে বোলিং করার পরিকল্পনা কাজে দিয়েছে। শরিফুলের ভেতরে ঢোকা লেংথ ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে এজ হয়ে উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিয়েছেন তিনি। আম্পায়ার শুরুতে আউট না দেয়ায় রিভিউ নেয় বাংলাদেশ। টিভি রিপ্লেতে দেখা যায় লিটনের গ্লাভসে যাওয়ার আগে বল শান মাসুদের ব্যাট ছুঁয়ে গেছে। পাকিস্তানের অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৬ রান।
নিজের পরের ওভারে বাবর আজমকেও ফিরিয়েছেন শরিফুল। বাঁহাতি পেসারের শর্ট অব লেংথ ডেলিভারিতে লেগ সাইডে গ্ল্যান্স করতে গিয়ে এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। লিটন বাঁ’দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নিলে রানের খাতা খোলার আগেই ফিরতে হয় বাবরকে। তাতে স্বপ্নও পূরণ হয়েছে শরিফুলের। টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে ‘স্বপ্নের’ উইকেট হিসেবে বাবরকে ফেরাতে চেয়েছিলেন তিনি। রাওয়ালপিন্ডিতে বাঁহাতি পেসারের সেই স্বপ্ন পূরণ হয়েছে প্রথম ইনিংসেই। এদিকে ১৬ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক পাকিস্তান।