ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

শ্রীলঙ্কায় বাংলাদেশের বড় জয়

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কায় খেলতে গেলেই বৃষ্টির বাগড়ায় পড়তে হয় বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের। জাতীয় দল কিংবা ‘এ’ দল, ফেব্রুয়ারি কিংবা সেপ্টেম্বর—বারবার বৃষ্টিতেই পরিত্যক্ত হচ্ছে তাদের ম্যাচ। একইভাবে ভেস্তে যায় সিরিজের প্রথম ওয়ানডে।

দ্বিতীয় ম্যাচ নিয়েও সৃষ্টি হয়েছিল একই শঙ্কা। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে করা যায়নি ম্যাচের টস। ৫০ ওভারের ওয়ানডে ম্যাচ নেমে আসে ২০ ওভারের টি-টোয়েন্টিতে। স্বাগতিকদের সহজে উড়িয়ে দেয় বাংলাদেশ ‘এ’ দল। ৭ উইকেটের বড় জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল রাবেয়া খাতুনের দল।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) কলম্বোর থ্রুস্টানে শুরুতে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১১৩ রান করে শ্রীলঙ্কা ‘এ’ দল। জবাবে ১৮ ওভারে ৩ উইকেটে ১১৭ রান করে সফরকারী বাংলাদেশ ‘এ’ দল।

টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানে ওপেনিং জুটি ভাঙে লঙ্কানদের। রানআউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার আমাধী উইজেসিংহে। এরপর দলীয় ২৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। চতুর্থ উইকেটে ৪৬ রানের জুটি গড়েন পিউমি ওয়াথশালা ও সত্য সন্দীপনি।
সর্বোচ্চ ৩৯ বলে ৩৬ রান করেন সন্দীপনি। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন অধিনায়ক রাবেয়া খান ও ফাহিমা খাতুন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
২৮ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কায় বাংলাদেশের বড় জয়

আপডেট সময় ০৯:২৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

শ্রীলঙ্কায় খেলতে গেলেই বৃষ্টির বাগড়ায় পড়তে হয় বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের। জাতীয় দল কিংবা ‘এ’ দল, ফেব্রুয়ারি কিংবা সেপ্টেম্বর—বারবার বৃষ্টিতেই পরিত্যক্ত হচ্ছে তাদের ম্যাচ। একইভাবে ভেস্তে যায় সিরিজের প্রথম ওয়ানডে।

দ্বিতীয় ম্যাচ নিয়েও সৃষ্টি হয়েছিল একই শঙ্কা। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে করা যায়নি ম্যাচের টস। ৫০ ওভারের ওয়ানডে ম্যাচ নেমে আসে ২০ ওভারের টি-টোয়েন্টিতে। স্বাগতিকদের সহজে উড়িয়ে দেয় বাংলাদেশ ‘এ’ দল। ৭ উইকেটের বড় জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল রাবেয়া খাতুনের দল।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) কলম্বোর থ্রুস্টানে শুরুতে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১১৩ রান করে শ্রীলঙ্কা ‘এ’ দল। জবাবে ১৮ ওভারে ৩ উইকেটে ১১৭ রান করে সফরকারী বাংলাদেশ ‘এ’ দল।

টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানে ওপেনিং জুটি ভাঙে লঙ্কানদের। রানআউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার আমাধী উইজেসিংহে। এরপর দলীয় ২৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। চতুর্থ উইকেটে ৪৬ রানের জুটি গড়েন পিউমি ওয়াথশালা ও সত্য সন্দীপনি।
সর্বোচ্চ ৩৯ বলে ৩৬ রান করেন সন্দীপনি। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন অধিনায়ক রাবেয়া খান ও ফাহিমা খাতুন।