ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

হবিগঞ্জের কৃতিসন্তান এডভোকেট ফয়েজ আহমেদ হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে শপথ গ্রহন করেছে হবিগঞ্জের কৃতিসন্তান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট ফয়েজ আহমেদ। গত ৯ অক্টোবর সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ।

গত ৭ অক্টোবর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে বিচারপতি নিয়োগের বিষয়ে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, শপথ নেয়ার দিন থেকে দুই বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি সংবিধানের ৯৮ নম্বর অনুচ্ছেদের ক্ষমতাবলে তাঁদের এই পদে নিয়োগ দিয়েছেন।
এর আগে গত ১৩ আগস্ট আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে হবিগঞ্জের কৃতি সন্তান এডভোকেট ফয়েজ আহমেদকে ডেপুটি অ্যাটর্নী জেনারেল (ডিএজি) হিসাবে নিয়োগ দেয়া হয়।

ফয়েজ আহমেদ ২০০২ সালে বার কাউন্সিলে আইনজীবী হিসাবে অন্তর্ভুক্ত হন। ২০০৪ সালে হাইকোর্ট বিভাগে ও ২০১৮ সালের ২৯ মার্চ আপীল বিভাগে তালিকাভুক্ত হন। তিনি হবিগঞ্জ শহরের কোর্টস্টেশন এলাকার বাসিন্দা। মরহুম এডভোকেট আব্দুর রহমানের ছেলে ফয়েজ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে আইন পেশা চালিয়ে যান।

তিনি বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান ও ব্যাংকে পরামর্শক ও প্যানেল আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করছেন। ৮ ভাই-বোনের মধ্যে তিনি কনিষ্ঠতম। তাঁর বড় ভাই জালাল আহমেদ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান। হেলাল আহমেদ আইএফআইসি ব্যাংকের হেড অফ অপারেশন, এজাজ আহমেদ পুলিশের ডিআইজি এবং এনাম আহমেদ একজন সমাজকর্মী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জের কৃতিসন্তান এডভোকেট ফয়েজ আহমেদ হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ

আপডেট সময় ১২:৫৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে শপথ গ্রহন করেছে হবিগঞ্জের কৃতিসন্তান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট ফয়েজ আহমেদ। গত ৯ অক্টোবর সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ।

গত ৭ অক্টোবর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে বিচারপতি নিয়োগের বিষয়ে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, শপথ নেয়ার দিন থেকে দুই বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি সংবিধানের ৯৮ নম্বর অনুচ্ছেদের ক্ষমতাবলে তাঁদের এই পদে নিয়োগ দিয়েছেন।
এর আগে গত ১৩ আগস্ট আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে হবিগঞ্জের কৃতি সন্তান এডভোকেট ফয়েজ আহমেদকে ডেপুটি অ্যাটর্নী জেনারেল (ডিএজি) হিসাবে নিয়োগ দেয়া হয়।

ফয়েজ আহমেদ ২০০২ সালে বার কাউন্সিলে আইনজীবী হিসাবে অন্তর্ভুক্ত হন। ২০০৪ সালে হাইকোর্ট বিভাগে ও ২০১৮ সালের ২৯ মার্চ আপীল বিভাগে তালিকাভুক্ত হন। তিনি হবিগঞ্জ শহরের কোর্টস্টেশন এলাকার বাসিন্দা। মরহুম এডভোকেট আব্দুর রহমানের ছেলে ফয়েজ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে আইন পেশা চালিয়ে যান।

তিনি বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান ও ব্যাংকে পরামর্শক ও প্যানেল আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করছেন। ৮ ভাই-বোনের মধ্যে তিনি কনিষ্ঠতম। তাঁর বড় ভাই জালাল আহমেদ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান। হেলাল আহমেদ আইএফআইসি ব্যাংকের হেড অফ অপারেশন, এজাজ আহমেদ পুলিশের ডিআইজি এবং এনাম আহমেদ একজন সমাজকর্মী।