ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ইতালিতে সড়ক দুর্ঘটনায় নবীগঞ্জের মিসপাউর নিহত

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

ইতালিতে সড়ক দূর্ঘটনায় মিসপাউর রহমান নাঈম (২২) নামে নবীগঞ্জের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ১২ নভেম্বর সন্ধ্যায় নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহত নাঈমের স্বজনরা।

এর আগে গত ১০ নভেম্বর রবিবার ইতালির স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ট্রাইসেস স্পেসিয়া প্রাদেশিক সড়কে এক দুর্ঘটনায় প্রাণ হারান নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের মিল্লিক গ্রামের সাঈদুর মিয়ার পুত্র মিসপাউর রহমান নাঈম (২২)। এ ঘটনায় গভীরভাবে শোকাহত নাঈমের স্বজন ও স্থানীয়রা।

ইতালির সংবাদমাধ্যম রাই নিউজ আইটি সূত্রে জানা যায়, উল্লিখিত সময়ে নিহত নাঈম স্কুটারযোগে কাজে যাচ্ছিলো। ট্রাইসেস স্পেসিয়া প্রাদেশিক সড়ক লুকুগনানো ক্রীড়া মাঠের কাছে পৌছামাত্র একটি কারের ধাক্কায় একটি বাইসাইকেল ও স্কুটার আরোহী নাঈমসহ দুই বাংলাদেশী তরুণ ছিটকে পড়েন। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মিসপাউর রহমান নাঈম (২২) মৃত্যুবরণ করেন।

গুরুতর আহত অবস্থায় অপর যুবককে ট্রাইকেস পানিকো হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিক ঘাতক গাড়ি চালককে আটক করে তার লাইসেন্স বাতিল করা হয়েছে। ঘাতক চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলেও জানা গেছে।

গতকাল মঙ্গলবার ১২ নভেম্বর সন্ধ্যায় নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার চাচা মশিউর রহমান টিটু জানান, প্রায় ৪ মাস আগে নাঈম ভূমধ্যসাগর পথে ইতালি পৌছায়। ইতালিতে একটি সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে। সরকারের কাছে আমাদের একটাই দাবি আমার ভাতিজার লাশ যাতে বাড়িতে এনে দাফন করতে পারি।

দুই ভাইয়ের মধ্যে নাঈম সবার ছোট। পরিবারকে ভালো রাখার জন্য গিয়েছিল ইতালি। এখন সে লাশ হয়ে গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
৪ বার পড়া হয়েছে

ইতালিতে সড়ক দুর্ঘটনায় নবীগঞ্জের মিসপাউর নিহত

আপডেট সময় ১১:১৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

ইতালিতে সড়ক দূর্ঘটনায় মিসপাউর রহমান নাঈম (২২) নামে নবীগঞ্জের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ১২ নভেম্বর সন্ধ্যায় নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহত নাঈমের স্বজনরা।

এর আগে গত ১০ নভেম্বর রবিবার ইতালির স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ট্রাইসেস স্পেসিয়া প্রাদেশিক সড়কে এক দুর্ঘটনায় প্রাণ হারান নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের মিল্লিক গ্রামের সাঈদুর মিয়ার পুত্র মিসপাউর রহমান নাঈম (২২)। এ ঘটনায় গভীরভাবে শোকাহত নাঈমের স্বজন ও স্থানীয়রা।

ইতালির সংবাদমাধ্যম রাই নিউজ আইটি সূত্রে জানা যায়, উল্লিখিত সময়ে নিহত নাঈম স্কুটারযোগে কাজে যাচ্ছিলো। ট্রাইসেস স্পেসিয়া প্রাদেশিক সড়ক লুকুগনানো ক্রীড়া মাঠের কাছে পৌছামাত্র একটি কারের ধাক্কায় একটি বাইসাইকেল ও স্কুটার আরোহী নাঈমসহ দুই বাংলাদেশী তরুণ ছিটকে পড়েন। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মিসপাউর রহমান নাঈম (২২) মৃত্যুবরণ করেন।

গুরুতর আহত অবস্থায় অপর যুবককে ট্রাইকেস পানিকো হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিক ঘাতক গাড়ি চালককে আটক করে তার লাইসেন্স বাতিল করা হয়েছে। ঘাতক চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলেও জানা গেছে।

গতকাল মঙ্গলবার ১২ নভেম্বর সন্ধ্যায় নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার চাচা মশিউর রহমান টিটু জানান, প্রায় ৪ মাস আগে নাঈম ভূমধ্যসাগর পথে ইতালি পৌছায়। ইতালিতে একটি সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে। সরকারের কাছে আমাদের একটাই দাবি আমার ভাতিজার লাশ যাতে বাড়িতে এনে দাফন করতে পারি।

দুই ভাইয়ের মধ্যে নাঈম সবার ছোট। পরিবারকে ভালো রাখার জন্য গিয়েছিল ইতালি। এখন সে লাশ হয়ে গেছে।