তাহিরপুরে মহান বিজয় দিবস পালিত
সুনামগঞ্জের তাহিরপুরে (১৬ডিসেম্বর) মহান বিজয় দিবসের যথারীতি অনুসরণ করে , এ দিবস পালিত হয়েছে।
আজ সোমবার (১৬ ডিসেম্বর)ভোরের সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে, উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা স্টেডিয়ামে মাঠে এ দিবসের কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টালর সময় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দিলোয়ার হোসেন।এসময় জাতীয় পতাকা সম্মান প্রদর্শনে, বিভিন্ন বিদ্যায়লের স্কাউট দলের শিক্ষার্থী,পুলিশ, আনসার, বিডিপি, ফায়ার সার্ভিস ডিফেন্স বাহিনী অংশ গ্রহণ করেছেন। কুসকাওয়াজ, পুলিশ প্যারেড অনুষ্ঠিত হয়। এরপূর্বে রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপজেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর দুপুর ১২টার সময় বীর মুক্তিযোদ্ধাগণকে
আনুষ্ঠানিক ভাবে ফুল দিয়ে সম্মাননা সংবর্ধনা প্রদান করা হয়। এ সংবর্ধনা সভায়, তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম এর সভাপতিত্বে, বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক, তাহিরপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক , উপজেলার সহকারী কমিশনার( ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রট শামস সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা বিএনপি’ সাবেক সাধারণ সম্পাদক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ , উপজেলা জামায়াতে ইসলামীর আমীর রুকন উদ্দিন, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা কৃষক দলের সভাপতি লুৎফুর রহমান, সাঃ সম্পাদক আবুল কালাম (কালা) মিয়া, বীর মুক্তিযোদ্ধা আঃ খালিক, ইসমাঈল হোসেন , নূরুল ইসলাম বাঘা, শামসু মিয়া, তাহের আলী, আঃ কাদির, জালাল মিয়া, জেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সহ সাংগঠনিক সম্পাদক আঃ আলিম,
যুবদল নেতা বাসকর রায়, জাহাঙ্গীর আলম,শাহীন মেম্বারসহ বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
অপর দিকে, মুক্তি যোদ্ধের সাব সেক্টর (ট্যাকেরঘাট)’র শহীদ স্মৃতি সৌধে
পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।