মৌলভীবাজারে শিলাবৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা
মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার কিছু অংশে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। তবে বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টির কারণে কৃষকের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে। বিশেষ করে তরমুজ ও পেঁয়াজ জাতীয় ফসলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে কৃষি বিভাগ। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টার পর জেলার এই দুইটি উপজেলায় শিলাবৃষ্টি হয়।
জুড়ী উপজেলার কৃষক ইসলাম উদ্দিন বলেন, রাতে হঠাৎ করে শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসলের ক্ষতির আশংকা করছি। বিশেষ করে বর্তমানে শীতকালীন সবজির ক্ষতি হয়েছে। রাতে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরুপন করা যায়নি। তবে জুড়ীতে শিলাবৃষ্টি বেশি সময় স্থায়ী হয়নি যার কারণে ফসলের ক্ষতির পরিমাণ খুব একটা হবার সম্ভাবনা কম।
বড়লেখা উপজেলার আব্দুল্লাহ আল মাহবুব জানান, রাতে বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। ফাল্গুন মাসের একিবারে শেষের দিকে এসে এই বৃষ্টিতে টিনের ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের দাসের বাজার ইউনিয়নের অনেক গরীবের ঘরের চাল বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে।
বড়লেখার স্থানীয় গণমাধ্যমকর্মী রেদওয়ান আহমদ রুম্মান জানান, বড়লেখা উপজেলার পৌর এলাকা, পাখিয়ালা, মুড়িরগুল, পানিধার, মুছেগুলসহ হাওরপারের এলাকাগুলোতে শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিতে ফসলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার এখনও নিরুপন করা যাচ্ছে না। আগামীকাল দিনে ফসলের ক্ষয়ক্ষতি নিরুপন করা যাবে।
জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল আলম খান বলেন, বর্তমানে শিলাবৃষ্টি হলে বোরো ধানের ক্ষতি হাবার শঙ্কা নেই। তবে তরমুজ জাতীয় ফসলের ক্ষতি হবার শঙ্কা রয়েছে। তবে জুড়ীতে তেমন শিলাবৃষ্টি হয়নি যা কৃষকের ক্ষতি করতে পারে।
তিনি বলেন, বড়লেখা উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। এইরকম কিছু ছবি আমার কাছে কয়েকজন দিয়েছেন। ছবিতে যেরকম শিলাবৃষ্টি দেখা গেছে এরকম হলে কৃষকের শীতকালীন সবজির ক্ষতি হবার সম্ভাবনা আছে।