শায়েস্তাগঞ্জে ৩ হাজার কেজি ভারতীয় জিরাসহ আটক ২
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকে অভিযান চালিয়ে ৩ হাজার কেজি ভারতীয় জিরাসহ ২ জন আটক করেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ। (৯ সেপ্টেম্বর) প্রায় ১ টার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে উপজেলার অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পুলিশের ইনচার্জ তদন্ত ওসি সঞ্জয় দাস সহ একদল পুলিশ ওলিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১২-০৮৮২) আটকিয়ে তল্লাসী চালায়। ট্রাক চালক শাহপরান পুলিশের জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়। পরে পুলিশ ট্রাকে তল্লাশি চালিয়ে ১শ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করে। প্রতিটি বস্তায় ৩০ কেজি হিসেবে মোট জিরার পরিমাণ ৩ হাজার কেজি। জব্দকৃত ভারতীয় জিরার বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। ট্রাক ও জব্দকৃত ভারতীয় জিরা শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় হেফাজতে রয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা আরো বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে প্রতিদিনের ন্যায় গাড়ি অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত থেকে অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় পণ্য নিয়ে যাবার সুযোগ নেই।