দুটি স্পেশাল ট্রেন চালুসহ ৯ দফা দাবীতে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে মানববন্ধন পালন
সিলেট-ঢাকা-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালুসহ ৯ দফা বাস্তাবায়নের দাবিতে ১ নভেম্বর সিলেট বিভাগে রেলপথ অবরোধ সফল করার লক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলজংশনে এ মানববন্ধনের আয়োজন করে ‘৯ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন’ শায়েস্তাগঞ্জ।
দাবি গুলো হচ্ছে- সিলেট-আখাউড়া রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করণ, সিলেট-আখাউড়া সেকশেনে একটি লোকাল ট্রেন চালু, সিলেট-আখাউড়া সেকশনে সকল বন্ধ স্টেশন চালুকরন, শায়েস্তাগঞ্জ, কুলাউড়া জংশনে আন্তুনগর ট্রেনে বরাদ্দকৃত আসন সংখ্যা বৃদ্ধি করণ, সিলেট-ঢাকাগামী কালনী ও পারাবত ট্রেনের আযমপুরের পর ঢাকা অভিমুখে সকল স্টেশনের যাত্রা বিরতী প্রত্যাহার, সিলেটের সাথে চলাচলকারী ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করা, যাত্রীদের চাহিদা অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা এবং শায়েস্তাগঞ্জ-বাল্লা রেলপথ সংস্কার করে পুনরায় ট্রেন চালু করা।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন। উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কুলাউড়া জংশনের ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম, সমন্বয়ক খালেদ পারভেজ বখস, সমন্বয়ক এইচ ডি রুবেল, সিনিয়র সাংবাদিক শাহ হুমায়ূন কবীর, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, সাংবাদিক হামিদুল হক বুলবুল, যুবদল নেতা পারভেজ আহমেদ, ছাত্রদল নেতা রিফাতসহ আরো অনেকেই ।
বক্তরা মানববন্ধনে সংহতি প্রকাশ করে বলেন, দাবিগুলো আগামী ৩১ অক্টোবরের মধ্যে মেনে নিতে হবে, অন্যতায় ১ নভেম্বর সিলেট বিভাগের শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, শমসেরনগর, কুলাউড়া, মাইজগাও ও সিলেট রেল স্টেশনে একযোগে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করা হবে। #






















