ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জের সাতছড়ি গাছ চুরির অভিযোগে বন বিভাগের ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা Logo নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু Logo শায়েস্তাগঞ্জে ৩ হাজার কেজি ভারতীয় জিরাসহ আটক ২ Logo শায়েস্তাগঞ্জ সুতাং নদী থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের মহোৎসব চলছে Logo নেচে-গেয়ে সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরল চা শ্রমিকেরা Logo মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ জনকে জরিমানা Logo মাধবপুরে ‘নিশান’র নির্বাহী পরিচালকসহ গ্রেফতার ২ Logo হবিগঞ্জ জেলায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিক্ষক সংকট চরমে Logo শায়েস্তাগঞ্জে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাজমুল হোসেনকে সংবর্ধনা Logo হবিগঞ্জে ৪ কোটি ৬৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আজহারীর মাহফিলে সোনা ও ফোন চুরি, নারীসহ গ্রেফতার ১০

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

সিলেটের এমসি কলেজ মাঠে ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল থেকে অসংখ্য নারী-পুরুষের মোবাইল ফোন ও স্বর্ণ খোয়া গেছে। এসব ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানায় দুটি মামলা ও ৭৪টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এ পর্যন্ত নারীসহ ১০ জনকে গ্রেফতার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘মোবাইল ও স্বর্ণ চুরি হওয়ার ঘটনায় থানায় দুটি মামলা ও ৭৪টি জিডি করা হয়েছে। এসব ঘটনায় ছয়জন পুরুষ ও চারজন নারীকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে দুটি মামলা হয়েছে। এর মধ্যে মোবাইল চুরির অভিযোগে ছয়জনের বিরুদ্ধে একটি এবং স্বর্ণ চুরির অভিযোগে চার নারীর বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।’

সিলেট নগরের এমসি কলেজ মাঠে আনজুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। শেষদিনে গত শনিবার রাতে সেখানে সমাপনী দিনের বয়ান পেশ করেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মাওলানা মিজানুর রহমান আজহারী। তার বয়ান শুনতে বিশাল মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মাহফিলে মানুষের ভিড়ের সুযোগে এসব মোবাইল ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটে। পরে পুলিশ এসব অভিযোগের ভিত্তিতে ছয় মোবাইল চোর ও চার স্বর্ণ চোর নারীকে আটক করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
১০৭ বার পড়া হয়েছে

আজহারীর মাহফিলে সোনা ও ফোন চুরি, নারীসহ গ্রেফতার ১০

আপডেট সময় ০৩:৫২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

সিলেটের এমসি কলেজ মাঠে ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল থেকে অসংখ্য নারী-পুরুষের মোবাইল ফোন ও স্বর্ণ খোয়া গেছে। এসব ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানায় দুটি মামলা ও ৭৪টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এ পর্যন্ত নারীসহ ১০ জনকে গ্রেফতার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘মোবাইল ও স্বর্ণ চুরি হওয়ার ঘটনায় থানায় দুটি মামলা ও ৭৪টি জিডি করা হয়েছে। এসব ঘটনায় ছয়জন পুরুষ ও চারজন নারীকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে দুটি মামলা হয়েছে। এর মধ্যে মোবাইল চুরির অভিযোগে ছয়জনের বিরুদ্ধে একটি এবং স্বর্ণ চুরির অভিযোগে চার নারীর বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।’

সিলেট নগরের এমসি কলেজ মাঠে আনজুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। শেষদিনে গত শনিবার রাতে সেখানে সমাপনী দিনের বয়ান পেশ করেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মাওলানা মিজানুর রহমান আজহারী। তার বয়ান শুনতে বিশাল মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মাহফিলে মানুষের ভিড়ের সুযোগে এসব মোবাইল ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটে। পরে পুলিশ এসব অভিযোগের ভিত্তিতে ছয় মোবাইল চোর ও চার স্বর্ণ চোর নারীকে আটক করে।