কোপায় ৫ মিনিটের জন্য কত টাকা নেবেন শাকিরা?
কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। যেখানে প্রথমবারের মতো কোপা আমেরিকায় প্রথমার্ধের বিরতিতে ‘হাফটাইম শো’ আয়োজন করতে যাচ্ছে। যেটি এতদিন সুপার বোলে দেখা যেত। যে কারণে আর্জেন্টিনা-কলম্বিয়ার ফাইনালে বিরতি থাকবে ২৫ মিনিট দৈর্ঘ্যের।
এবারের কোপা ফাইনালে মঞ্চ মাতাবেন বিশ্বসেরা পপ তারকা শাকিরা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে খেলার বিরতিতে স্টেজ মাতাবেন তিনি। তবে এখন প্রশ্ন উঠেছে ফাইনালে পারর্ফম করে কলম্বিয়ান এ তারকা কত টাকা নেবেন?
আর্জেন্টাইন সাংবাদিক হুয়ান এতচেগোয়েনের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ২০২৪ কোপা আমেরিকা ফাইনালের মঞ্চ মাতিয়ে বড় অংক বাগিয়ে নেবেন শাকিরা। জানা গেছে, ফাইনালে ৫ মিনিটের মতো পারর্ফম করবেন শাকিরা। তার বিনিময়ে তিনি ২ মিলিয়ন মার্কিন ডলার নিবেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ২৩ কোটি টাকা।
উল্লেখ্য, ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপের ফাইনালেও সঙ্গীত পরিবেশন করেছিলেন শাকিরা, সেই ম্যাচে আলেজান্দ্রো সাবেলার আর্জেন্টিনা ১-০ গোলে জার্মানদের কাছে হেরে হৃদয় ভাঙে। এবার মায়ামির হার্ডরক স্টেডিয়ামে আরেকটি মঞ্চ প্রস্তুত শাকিরার জন্য। যেখানে সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া।