ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বঙ্গোপসাগর

রাতের বঙ্গোপসাগর…
জোয়ারের হুংকারে তটস্থ বেলাভূমি
প্রতিটি ঢেউ তীব্র গতিতে আছড়ে পড়ছে সুনামি হয়ে
শুকনো বেলাভূমির শরীর বেয়ে নেমে যাচ্ছে আবার গহীনে।
তুমি-আমি পাশাপাশি বসে আছি
তীরের আর্তনাদ শুনছে হৃদয়
প্রতিটি তীর ভাঙা ঢেউয়ের ক্ষত
বালুর আস্তর জুড়ে।
কেউ কি শুনেছে সাগরের কান্না
দেখেছে বেলাভূমের আঘাত?
তুমিও তো শুনতে পাওনি সেই আর্তনাদ!
যেমন বুঝোনি কখনো
কতবার হৃদয়ের পাড় ভাঙে তোমায় ভেবে
সাঁতার জানলে হয়তো বা ঝাঁপিয়ে পড়তে ফুঁসে ওঠা সেই হৃদয় সাগরে,
কে জানে!

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
৯৯ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগর

আপডেট সময় ০৭:০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪

রাতের বঙ্গোপসাগর…
জোয়ারের হুংকারে তটস্থ বেলাভূমি
প্রতিটি ঢেউ তীব্র গতিতে আছড়ে পড়ছে সুনামি হয়ে
শুকনো বেলাভূমির শরীর বেয়ে নেমে যাচ্ছে আবার গহীনে।
তুমি-আমি পাশাপাশি বসে আছি
তীরের আর্তনাদ শুনছে হৃদয়
প্রতিটি তীর ভাঙা ঢেউয়ের ক্ষত
বালুর আস্তর জুড়ে।
কেউ কি শুনেছে সাগরের কান্না
দেখেছে বেলাভূমের আঘাত?
তুমিও তো শুনতে পাওনি সেই আর্তনাদ!
যেমন বুঝোনি কখনো
কতবার হৃদয়ের পাড় ভাঙে তোমায় ভেবে
সাঁতার জানলে হয়তো বা ঝাঁপিয়ে পড়তে ফুঁসে ওঠা সেই হৃদয় সাগরে,
কে জানে!