ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বানিয়াচংয়ে সাবেক এমপিসহ ১৬০ জনের বিরুদ্ধে মামলা

আকিকুর রহমান রুমন,বানিয়াচং প্রতিনিধিঃ

হবিগঞ্জের বানিয়াচঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় সাবেক সংসদ সদস্য (এমপি) ময়েজ উদ্দিন শরীফ রুয়েল ও আব্দুল মজিদ খানসহ ১৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ছাত্র জনতার আন্দোলনে নিহত হাসানের পিতা বাদী হয়ে বানিয়াচং থানায় মামলাটি দায়ের করেন।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে দেশীয় অস্ত্র-সস্ত্র ও ককটেল, টেটা, ফিকলসহ পেট্রোল বোমা নিয়ে হামলা চালানো হয়। এতে ৯জন নিহত ও প্রায় শতাধিক ব্যক্তি আহত হন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

এ ঘটনায় উল্লেখ্যযোগ্য আসামীগণ হচ্ছেন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান ও মোঃ আবুল কাশেম চৌধুরী, ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাছুল হক, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আঙ্গুর মিয়া, গোলাম কিবরিয়া লিলু, আব্দুল আহাদ মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ রেখাছ মিয়া, আসাদুজ্জামান খান তুহিন, তুষার স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল মনসুর তুহিন, চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফজল উল্লাহ খান, পরিকল্পনা মন্ত্রনালয়ে কর্মরত ফুয়াদ উল্লাহ খান ও ইতালি প্রবাসী রুহুল আমিন, সাংবাদিক মোঃ আশিকুল ইসলাম, রায়হান উদ্দিন সুমন ও খলিলুর রহমান প্রমুখ।

এদিকে মামলায় নিরপরাধ মানুষদের আসামি করায় উপজেলাজুড়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ-ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দেব (বানিয়াচং সার্কেল) জানান, মামলায় ১৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে। সেই সাথে অজ্ঞাত ২০০-২৫০ জন কে আসামি করা হয়েছে। প্রকৃত অপরাধীকে খোঁজে বের করতে তাদের তদন্ত কার্যক্রম চলছে।

প্রসঙ্গত,গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনকারীরা বানিয়াচং থানায় হামলা করে। এসময় হামলা ঠেকাতে পুলিশ আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি চালায়। গুলিতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরো ৪ জনের মৃত্যু হয়। এসময় উত্তেজিত জনতা বানিয়াচং থানার এসআই সন্তোষ চৌধুরী ও স্থানীয় পত্রিকার সাংবাদিক সোহেল আখঞ্জিকে পিটিয়ে হত্যা করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
৩৪ বার পড়া হয়েছে

বানিয়াচংয়ে সাবেক এমপিসহ ১৬০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৭:০০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪

হবিগঞ্জের বানিয়াচঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় সাবেক সংসদ সদস্য (এমপি) ময়েজ উদ্দিন শরীফ রুয়েল ও আব্দুল মজিদ খানসহ ১৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ছাত্র জনতার আন্দোলনে নিহত হাসানের পিতা বাদী হয়ে বানিয়াচং থানায় মামলাটি দায়ের করেন।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে দেশীয় অস্ত্র-সস্ত্র ও ককটেল, টেটা, ফিকলসহ পেট্রোল বোমা নিয়ে হামলা চালানো হয়। এতে ৯জন নিহত ও প্রায় শতাধিক ব্যক্তি আহত হন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

এ ঘটনায় উল্লেখ্যযোগ্য আসামীগণ হচ্ছেন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান ও মোঃ আবুল কাশেম চৌধুরী, ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাছুল হক, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আঙ্গুর মিয়া, গোলাম কিবরিয়া লিলু, আব্দুল আহাদ মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ রেখাছ মিয়া, আসাদুজ্জামান খান তুহিন, তুষার স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল মনসুর তুহিন, চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফজল উল্লাহ খান, পরিকল্পনা মন্ত্রনালয়ে কর্মরত ফুয়াদ উল্লাহ খান ও ইতালি প্রবাসী রুহুল আমিন, সাংবাদিক মোঃ আশিকুল ইসলাম, রায়হান উদ্দিন সুমন ও খলিলুর রহমান প্রমুখ।

এদিকে মামলায় নিরপরাধ মানুষদের আসামি করায় উপজেলাজুড়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ-ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দেব (বানিয়াচং সার্কেল) জানান, মামলায় ১৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে। সেই সাথে অজ্ঞাত ২০০-২৫০ জন কে আসামি করা হয়েছে। প্রকৃত অপরাধীকে খোঁজে বের করতে তাদের তদন্ত কার্যক্রম চলছে।

প্রসঙ্গত,গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনকারীরা বানিয়াচং থানায় হামলা করে। এসময় হামলা ঠেকাতে পুলিশ আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি চালায়। গুলিতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরো ৪ জনের মৃত্যু হয়। এসময় উত্তেজিত জনতা বানিয়াচং থানার এসআই সন্তোষ চৌধুরী ও স্থানীয় পত্রিকার সাংবাদিক সোহেল আখঞ্জিকে পিটিয়ে হত্যা করা হয়।