ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নবীগঞ্জে যৌথ অভিযানে ৬২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo শায়েস্তাগঞ্জের উন্নয়নে কাজ করছে ‘শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে’, নতুন কমিটি গঠন Logo মাধবপুরে হজ করে বাড়ি ফেরা হল না, সড়কে নিহত ৩, আহত ৬ Logo শহীদ জিয়া স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন Logo বাহুবল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মাসুম, সেক্রেটারী ইমন Logo নবীগঞ্জের এক মহিলার পর্নোগ্রাফি মামলায় গোয়ালা বাজারের ব্যবসায়ী কারাগারে Logo নবীগঞ্জে আর্ন্তজাতিক প্রতিরোধ পক্ষ ৯ ডিসেম্বর ২০২৪ এবং বেগম রোকেয়া দিবস ২০২৪ Logo সাংবাদিক নওরোজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে শোক সভা Logo নবীগঞ্জে দুই ভাবির পরকীয়ার বলি মোস্তাকিন: রোমহর্ষক বর্ণনা খুনির Logo বাহুবলে ইজিবাইকের ভাড়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ৫০

যেসব কারণে ব্রাজিলের বিপক্ষে ফেবারিট উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক

উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল কি শেষ রক্ষা পাবে?- এবারের কোপায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাড়মেড়ে পারফরম্যান্স দেখার পর প্রশ্নটা করার মতোই। ব্রাজিল ম্যাড়মেড়ে খেললেও উরুগুয়ে দাপট দেখিয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছে। গ্রুপপর্বে একটি ম্যাচেও হারেনি লুইস সুয়ারেজ বাহিনী। দলটিকে তাই ব্রাজিলের বিপক্ষে ফেবারিটই ধরা হচ্ছে।

নেইমারবিহীন ব্রাজিলের বিপক্ষে উরুগুয়েকে ফেবারিট বিবেচনা করার আরও কয়েকটি কারণ আছে।

ভিনির অনুপস্থিতি

নেইমার না থাকায় ভিনিসিউস জুনিয়রই এ টুর্নামেন্টে ব্রাজিলের সবচেয়ে বড় ভরসার পাত্র। গ্রুপপর্বের শেষ দুই ম্যাচে টানা দুই কার্ড দেখায় রোববার (৭ জুলাই) সকাল ৭টায় উরুগুয়ে ম্যাচে খেলতে পারছেন না তিনি। ফেবারিটের দাড়িপাল্লায় উরুগুয়েকে এটা অনেকটাই ভারি করেছে।

উরুগুয়ের শক্ত কম্বিনেশন

নিশ্চিতভাবেই ব্রাজিল বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় রপ্তানিকারক বাজার। জাতীয় দলেও তাদের বড় বড় ফুটবলার। কিন্তু কম্বিনেশনের বিচারে এই মুহূর্তে উরুগুয়েকে তাদের চেয়ে এগিয়েই রাখতে হয়! ডারউইন নুনেজ, ফেদে ভালভার্দে, রোনাল্ড আরাওহো, উগার্তে, সুয়ারেজ, বেনটাঙ্কুরদের সমন্বয়ে দারুণ দল তারা। সে তুলনায় বিশ্বমানের ভিনি, রদ্রিগোরা ব্রাজিলের খেলা জমিয়ে তুলতে পারছেন কই!

সাম্প্রতিক পারফরম্যান্স

সাম্প্রতিক পারফরম্যান্সের হিসাবে উরুগুয়ে ব্রাজিলের তুলনায় এগিয়ে। সবশেষ ১০ ম্যাচে লুইস সুয়ারেজদের জয় ৭টি। হার মাত্র ১টি। ড্র হয়েছে ২ ম্যাচ। ৭ জয়ের মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলকেই হারিয়েছে তারা। অন্যদিকে ব্রাজিল সবশেষ ১০ ম্যাচের মধ্যে হেরেছে ৩টিতে। জয়ও ৩টি। ড্র ৪ ম্যাচে।

বিয়েলসার কৌশল

বছর বছর ধুঁকতে থাকা উরুগুয়ে মূলত মার্সেলো বিয়েলসার অধীনেই বদলাচ্ছে। আর্জেন্টাইন এই কোচের দিকনির্দেশনায় ১৩ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে হেরেছে তারা। বিয়েলসা কেমন, সেটা তো জানারই কথা। বিশ্বসেরা কোচ পেপ গার্দিওলা স্বয়ং তার ফ্যান। সে তুলনায় কিছুদিন আগেই ব্রাজিলের দায়িত্ব নেয়া দরিভাল জুনিয়র এখনও দলটাকে গুছিয়ে তুলতে পারেননি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
৪০ বার পড়া হয়েছে

যেসব কারণে ব্রাজিলের বিপক্ষে ফেবারিট উরুগুয়ে

আপডেট সময় ০৯:৪২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪

উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল কি শেষ রক্ষা পাবে?- এবারের কোপায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাড়মেড়ে পারফরম্যান্স দেখার পর প্রশ্নটা করার মতোই। ব্রাজিল ম্যাড়মেড়ে খেললেও উরুগুয়ে দাপট দেখিয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছে। গ্রুপপর্বে একটি ম্যাচেও হারেনি লুইস সুয়ারেজ বাহিনী। দলটিকে তাই ব্রাজিলের বিপক্ষে ফেবারিটই ধরা হচ্ছে।

নেইমারবিহীন ব্রাজিলের বিপক্ষে উরুগুয়েকে ফেবারিট বিবেচনা করার আরও কয়েকটি কারণ আছে।

ভিনির অনুপস্থিতি

নেইমার না থাকায় ভিনিসিউস জুনিয়রই এ টুর্নামেন্টে ব্রাজিলের সবচেয়ে বড় ভরসার পাত্র। গ্রুপপর্বের শেষ দুই ম্যাচে টানা দুই কার্ড দেখায় রোববার (৭ জুলাই) সকাল ৭টায় উরুগুয়ে ম্যাচে খেলতে পারছেন না তিনি। ফেবারিটের দাড়িপাল্লায় উরুগুয়েকে এটা অনেকটাই ভারি করেছে।

উরুগুয়ের শক্ত কম্বিনেশন

নিশ্চিতভাবেই ব্রাজিল বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় রপ্তানিকারক বাজার। জাতীয় দলেও তাদের বড় বড় ফুটবলার। কিন্তু কম্বিনেশনের বিচারে এই মুহূর্তে উরুগুয়েকে তাদের চেয়ে এগিয়েই রাখতে হয়! ডারউইন নুনেজ, ফেদে ভালভার্দে, রোনাল্ড আরাওহো, উগার্তে, সুয়ারেজ, বেনটাঙ্কুরদের সমন্বয়ে দারুণ দল তারা। সে তুলনায় বিশ্বমানের ভিনি, রদ্রিগোরা ব্রাজিলের খেলা জমিয়ে তুলতে পারছেন কই!

সাম্প্রতিক পারফরম্যান্স

সাম্প্রতিক পারফরম্যান্সের হিসাবে উরুগুয়ে ব্রাজিলের তুলনায় এগিয়ে। সবশেষ ১০ ম্যাচে লুইস সুয়ারেজদের জয় ৭টি। হার মাত্র ১টি। ড্র হয়েছে ২ ম্যাচ। ৭ জয়ের মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলকেই হারিয়েছে তারা। অন্যদিকে ব্রাজিল সবশেষ ১০ ম্যাচের মধ্যে হেরেছে ৩টিতে। জয়ও ৩টি। ড্র ৪ ম্যাচে।

বিয়েলসার কৌশল

বছর বছর ধুঁকতে থাকা উরুগুয়ে মূলত মার্সেলো বিয়েলসার অধীনেই বদলাচ্ছে। আর্জেন্টাইন এই কোচের দিকনির্দেশনায় ১৩ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে হেরেছে তারা। বিয়েলসা কেমন, সেটা তো জানারই কথা। বিশ্বসেরা কোচ পেপ গার্দিওলা স্বয়ং তার ফ্যান। সে তুলনায় কিছুদিন আগেই ব্রাজিলের দায়িত্ব নেয়া দরিভাল জুনিয়র এখনও দলটাকে গুছিয়ে তুলতে পারেননি।