ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পর্যটনের অপার সম্ভাবনাময় সুবর্ণভূমি পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ে Logo হবিগঞ্জের সাতছড়ি গাছ চুরির অভিযোগে বন বিভাগের ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা Logo নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু Logo শায়েস্তাগঞ্জে ৩ হাজার কেজি ভারতীয় জিরাসহ আটক ২ Logo শায়েস্তাগঞ্জ সুতাং নদী থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের মহোৎসব চলছে Logo নেচে-গেয়ে সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরল চা শ্রমিকেরা Logo মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ জনকে জরিমানা Logo মাধবপুরে ‘নিশান’র নির্বাহী পরিচালকসহ গ্রেফতার ২ Logo হবিগঞ্জ জেলায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিক্ষক সংকট চরমে Logo শায়েস্তাগঞ্জে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাজমুল হোসেনকে সংবর্ধনা

শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামী গ্রেপ্তার

মোঃ রিয়াজ আলী শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ

শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত কর্মী শেখ হৃদয়ের দায়েরকৃত মামলার আসামী মোঃ আব্দুস সালাম মনুকে (৪৯) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মনু জেলার শায়েস্তাগঞ্জ চানপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রেজাউল হক খানের সার্বিক তত্ত্বাবধানে ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে এসআই জহিরুল ইসলামসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে মনুকে গ্রেপ্তার করা হয়।

মামলার বাদী আহত শেখ হৃদয় ওরফে আতাউর রহমান হৃদয় জানায়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ নেতাকর্মীদের হামলায় তার চোখে ও মুখে পাথরের ঢিল পড়ে। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় প্রথমে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও পরে মৌলভীবাজারে চিকিৎসা করানো হয়। কিন্তু এতে সে সুস্থ হয়নি। অবশেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি হয়।

ওই হামলার ঘটনায় সুবিচারের দাবিতে ১৭ সেপ্টেম্বর শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন হবিগঞ্জ উপজেলার দরিয়াপুর গ্রামের বাসিন্দা মো. ইয়াকুব আলীর ছেলে আহত শেখ হৃদয় ওরফে আতাউর রহমান হৃদয়। মামলায় ১১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় থেকে দুইশ জনকে আসামী করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
৮৮ বার পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামী গ্রেপ্তার

আপডেট সময় ০৮:০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত কর্মী শেখ হৃদয়ের দায়েরকৃত মামলার আসামী মোঃ আব্দুস সালাম মনুকে (৪৯) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মনু জেলার শায়েস্তাগঞ্জ চানপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রেজাউল হক খানের সার্বিক তত্ত্বাবধানে ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে এসআই জহিরুল ইসলামসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে মনুকে গ্রেপ্তার করা হয়।

মামলার বাদী আহত শেখ হৃদয় ওরফে আতাউর রহমান হৃদয় জানায়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ নেতাকর্মীদের হামলায় তার চোখে ও মুখে পাথরের ঢিল পড়ে। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় প্রথমে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও পরে মৌলভীবাজারে চিকিৎসা করানো হয়। কিন্তু এতে সে সুস্থ হয়নি। অবশেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি হয়।

ওই হামলার ঘটনায় সুবিচারের দাবিতে ১৭ সেপ্টেম্বর শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন হবিগঞ্জ উপজেলার দরিয়াপুর গ্রামের বাসিন্দা মো. ইয়াকুব আলীর ছেলে আহত শেখ হৃদয় ওরফে আতাউর রহমান হৃদয়। মামলায় ১১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় থেকে দুইশ জনকে আসামী করা হয়।