শনিবার, ১৮ মে ২০২৪, ০২:২৩ অপরাহ্ন

” অভিশাপ “

।। মো: এনামুল হক ।।
দীর্ঘশ্বাসে কি আগুন বেরোয়?
নইলে সবাই কেন বলে যে মানুষ দীর্ঘশ্বাসের আগুনে পোড়ে!
অভিশাপে কি শ্মশান হয় জীবন?
নইলে সবাই কেন বলে যে অভিশাপে ছারখার হয় জীবন!
যে লোকটা সারাটা জীবন মানুষ ঠকিয়ে গেল,
না জানি কতো মানুষের বুক থেকে অস্ফুটে দীর্ঘশ্বাস বেরিয়ে বাতাসের সাথে গিয়ে মিশেছে!
যে লোকটা বোনের হক মেরে বউকে খাওয়ালো,
ফ্ল্যাট কিনে আয়েস করলো,
ছেলেমেয়েদের দামী গাড়িতে চড়ালো,
বোনের চোখের কোণের চিকচিকে জল কখনো তার নজরেও আসেনি!
সে কি আদৌ জানে, বোনের কান্নার প্রতিটি ফোঁটার জন্য তাকে কতো মূল্য দিতে হতে পারে?
আজ সকালে যে সুস্থ মানুষটা হঠাৎ প্যারালাইজড হয়ে হসপিটালে ভর্তি হলো,
না, লোকটাকে এখন আর কিছুতেই চেনা যাচ্ছে না!
তুবড়ি ছোটানো মুখ বেয়ে কষ গড়িয়ে পড়ে বালিশের অর্ধেকটা ভিজেছে,
লকলকে জিহবা অসার হয়ে পড়ায় তার একটা কথাও এখন কেউ বুঝতে পারছে না!
হসপিটালের করিডোরে অপেক্ষমাণ ভিজিটরদের মধ্যে কয়েকজনের চোখের তারায় আজ বুনো উল্লাস দেখেছি,
হতে পারে এদের মধ্যে থেকে কারো ছুড়ে দেয়া অভিশাপেই তার আজকের এ পরিনতি!

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.