শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ে অভিযান ৩০ বস্তা সরকারি চাল জব্দ বিশ হাজার টাকা জরিমানা

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ে অভিযান চালিয়ে ৩০ বস্তা সরকারি চাল সহ মোশাহিদ মিয়া (৪৮) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ রাকিবুল হাসান। পরে ওই ব্যবসায়ীকে নগদ ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। সে একই উপজেলার শিবপাশা গ্রামের জুলফিকার আলীর পুত্র।
জানা যায়, আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়ন পরিষদে গতকাল বুধবার সকাল থেকে এলাকার অসহায় ও হতদরিদ্রের মাঝে সরকারি চাল বিতরণ করা হচ্ছিল। কাকাইলছেওয়ের বিভিন্ন গ্রামের অসহায় ও হত-দরিদ্র লোকজন সরকারি চাল নেয়ার জন্য অংশ নেয়। এদিকে একই উপজেলার শিবপাশার বাসিন্দা জুলফিকার আলীর পুত্র ও কাকাইলছেও বাজারের চাল ব্যবসায়ী মোশাহিদ মিয়া এলাকার হতদরিদ্র লোকেদের নিকট বিতরণকৃত চাল অধিক মুনাফার লোভে ক্রয় করে গুদামজাত করছিল।
এদিকে খবর পেয়ে, সকাল অনুমানিক সাড়ে ১২ টায় মজুদকৃত ৩০ কেজি ওজনের ৩০ বস্তা চাল সহ অসাধু ব্যবসায়ী মোশাহিদ মিয়াকে আটক করে কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ রাকিবুল হাসান। অপরদিকে খবর পেয়ে, বিকাল অনুমানিক পৌণে ৩ টায় কাকাইলছেও চৌধুরীবাজারে উপস্থিত হয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম আটককৃত ৩০ বস্তা চাল জব্দ করেন।
ভোক্তা অধিকার সংশোধন আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী ব্যবসায়ী অসাধু চাল বিক্রেতা মোশাহিদ মিয়াকে নগদ ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত।
উল্লেখ্য, উক্ত চাল ব্যবসায়ীর বিরুদ্ধে আগেও সরকারি চালের বস্তা সহ আটকের অভিযোগ রয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.