বুধবার, ০১ মে ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন

খবরের শিরোনাম:
খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আ.লীগের লক্ষ্য: প্রধানমন্ত্রী প্রচণ্ড গরমে বিপাকে শ্রীমঙ্গলের চা শ্রমিকরা গ্রিসে বাংলা বর্ষবরণ উৎসবে বাঙালি সাজে বিদেশিরা মহান মে দিবস শ্রমিকের রক্তে লেখা ইতিহাসের দিন আজ মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন তাহিরপুরে বোরোর বাম্পার ফলন, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি আজমিরীগঞ্জে সিজার করতে গিয়ে প্রসূতির জরায়ু কেটে দেয়ার ঘটনায় হাসপাতাল সীলগালা মাধবপুর পৌরসভার চারদিন ধরে কর্মবিরতি, বন্ধ নাগরিক সেবা, নোংরা হচ্ছে নগরী! শায়েস্তাগঞ্জে তানভীর হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ ধ্বংসস্তূপের নিচে পচছে ১০ হাজার মরদেহ, ছড়াচ্ছে রোগ-বালাই

আজমিরীগঞ্জে গরুর ঘাস খাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩৫

আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন৷ সংঘর্ষে আহতরা আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এছাড়া গুরুতর আহত তিনজনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ বাজার সংলগ্ন গয়েন হাটিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ঈদুল ফিতরের দিন গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে পশ্চিমভাগ গ্রামের গয়েন হাটির সামছু মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে একই গ্রামের মিজান মিয়ার লোকজনের কথা-কাটাকাটি হয়।

শুক্রবার দুপুরে মিজান মিয়ার বাড়ির সামনে মাটিকাটার একটি মাঠে দু’পক্ষের শিশু-কিশোররা ফুটবল খেলতে নামলে তাদের মধ্যে বাকবিতণ্ডা বাধে। এর জেরে পশ্চিমভাগ বাজারে মিজান পক্ষের আইন উদ্দিনের সঙ্গে সামছু মিয়ার পক্ষের জলিল মিয়ার মধ্যে বিষয়টি নিয়ে পুনরায় বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতি হলে দু’পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে নারী-বৃদ্ধসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ বলেন, গতকাল গরুকে ঘাস খাওয়ানো নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্য বাকবিতণ্ডা হয়। এর জেরে আজ শিশুদের ফুটবল খেলার নিয়ে পুনরায় দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.