শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন

আজমিরীগঞ্জ-শিবপাশা সড়ক দুর্ঘটনায় আহত ৫

রামকৃষ্ণ তালুকদার আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কে সিএনজি ও পিকআপ ভ্যানের মুখোমুখি  সংঘর্ষে চালক সহ ৫ যাত্রী আহত হয়েছে। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে পর গুরুতর আহতদের কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ সদর আধুনিক প্রেরণের নির্দেশ দেন। আজ বুধবার বিকাল অনুমানিক ৪ টায় ওই এলাকার খোদাখাড়া নামক এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।
জানা যায়,আজমিরীগঞ্জ বাজারে মালামাল আনলোড করে আজ বুধবার বিকালে একটি পিকআপ ভ্যান
(ঢাকা মেট্রো-১৫-৮৭০৭)
 হবিগঞ্জ শহরতলির উদ্দেশ্যে রওয়ানা দেয়। অপরদিকে হবিগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি(হবিগঞ্জ -থ-১১-৭০৯৯)
 আজমিরীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে।  উল্লেখিত যান দু’টি দ্রুতবেগে বিকাল অনুমানিক ৪ টায় আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কের পাঁচআখিয়ার অদূরে খোদাখাড়া নামক এলাকায় পৌঁছলে উভয় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে যাত্রীবাহী সিএনজি ও পিকআপ ভ্যানের মূখোমূখি সংঘর্ষ হয়। এতে আজমিরীগঞ্জ পৌরসভাধীন আদর্শগ্রামের বাসিন্দা শ্রীবাস দাসের পুত্র চয়ন দাস (২৪) কাকাইলছেওয়ের বাসিন্দা রবি উল্লাহ’র পুত্র সুরুজ মিয়া (৭০) ও সিএনজি চালক জলসুখার মাধবপাশার বাসিন্দা মৃত- আরজু মিয়ার পুত্র শফি উল্লাহ (৫০) গুরুতর আহত হয়। আহতদের আশপাশের লোকজন তাদের উদ্ধার করে আশংখাজনক অবস্হায়  উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্হার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত চালক ও দুই যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। এই বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ জৈন্তাবার্তাকে বলেন,আহতরা চিকিৎসাধীন অবস্থায় আছে, দুটি যানবাহন থানা হেফাজতে আছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.