রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:০০ অপরাহ্ন

খবরের শিরোনাম:
লন্ডনস্থ ক্যামডেন কাউন্সিলের মেয়র নিযুক্ত হয়েছেন হবিগঞ্জের সমতা খাতুন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের একাধিক প্রার্থী সুবিধাজনক অবস্থানে বিএনপির একক প্রার্থী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জেলা পরিষদের অর্থসহায়তা জেলাবাসীর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে এমপি আবু জাহির এর অনন্য উদ্যোগ বিদ্যালয়ে টিকটক করার অভিযোগে শিক্ষার্থী বহিষ্কার লাখাইয়ে নয়ন হত্যার ঘটনায় আটক ৪ নবীগঞ্জে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১-আহত ৫ সাধারণ কৃষকদের দোরগোড়ায় প্রাণোদনার সুফল পৌঁছে দিন-এমপি আবু জাহির মৌলভীবাজারে মসজিদের খতিব’কে মারধর করলেন মোতাওয়াল্লী আজমিরীগঞ্জে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

আজমিরীগঞ্জ হাওর অঞ্চলে নিরুত্তাপ ভোট!

আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে উপস্থিতি কমছে ভোটারদের। শেষ পর্যন্ত নিরুত্তাপ ভোটের মাধ্যমেই শেষ হলো ভোট গ্রহন।

হাওরাঞ্চলের মানুষ ধান তোলায় ব্যস্ত থাকার ফলে তুলনামূলকভাবে এ উপজেলায় ভোট প্রয়োগের হার কম বলে নির্বাচনে দায়িত্বরতরা জানান।

বুধবার (৫ মে) সকাল ৮টায় ২ হাজার ৩৭৬ ভোটারের এবিসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালটে ভোট গ্রহণ শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত ভোট পড়ে ৮০০টি; এর পরের দুই ঘন্টায় অর্থাৎ দুপুর ২টা পর্যন্ত আর মাত্র ১শ’টি ভোট পড়েছে।বদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট ২ হাজার ৫২২। বেলা ১২টা পর্যন্ত সেখানে ভোট পড়ে ৮০০টি। পরের দুই ঘন্টায় আর মাত্র ১০০ জন এসে ভোট দিয়েছেন।

দুপুর সোয়া ২টায় বদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা মো. মাসউদ রানা যায়যায়দিনকে বলেন, “এখন একজন, দু’জন করে ভোটার আসছেন। তবে বেলা ১০টা থেকে ১২টা পর্যন্ত ভোটারদের ভীড় ছিল।”

তখন পর্যন্ত ৩৫ শতাংশ ভোট পড়েছে উল্লেখ করে এ কর্মকর্তা বলেন, “হাওরাঞ্চলের লোকজন ধান তোলায় ব্যস্ত থাকার কারণে অনেকে ভোট কেন্দ্রে আসছেন না। অন্যান্য অঞ্চলের তুলনায় এ অঞ্চলে ভোট প্রয়োগের হার কম থাকবে মনে হচ্ছে।”

এবিসি উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মহিবুর রহমান যায়যায়দিনকে জানান, বেলা ১২টা পর্যন্ত ৩৩.৭ শতাংশ ভোট প্রয়োগ হয়। এরপর থেকে ভোটার আসার গতি কমে গেছে।

বদলপুর ইউনিয়নের বাসিন্দা আবু মিয়া জানান, তিনি দুই বিঘা জমির ধান কাটায় ব্যস্ত থাকায় ভোট কেন্দ্রে যেতে পারছেন না। ধান তোলা শেষ হওয়ার পর সময় থাকলে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।

এদিকে দুপুর ২টায় মিজাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় একজনও ভোটার নেই। দুপুর ২টা পর্যন্ত সেখানে ৩ হাজার ১০০ ভোটারের মধ্যে ১ হাজার ১৬ জন ভোট দিয়েছেন। এ সময় কেন্দ্রে উপস্থিত ছিলেন ৩ জন নারী ভোটার।

আজমিরীগঞ্জ উপজেলায় ভোটার সংখ্যা ৯৪ হাজার ৪৮২ জন ভোটার। এখানে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিক যায়যায়দিনকে জানান, দুপুর ১টা পর্যন্ত ৩০ শতাংশ ভোট প্রয়োগ হয়েছে। ধান কাটার মৌসুম হওয়ায় পুরুষ ভোটারের উপস্থিতি কম। তবে নারী ভোটাররা কেন্দ্রে আসছেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.