শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন

আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচের দায়িত্বে পোলিশ রেফারি

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের ফাইনালের জন্য প্রস্তুত আর্জেন্টিনা ও ফ্রান্স। শিরোপা জেতা কারও জন্যই সহজ হবে না। বলা হয়, ফুটবল মাঠের পাশাপাশি দুই কোচের মনস্তাত্তিক আর স্ট্র্যাটেজিকাল দ্বৈরথও। বিশ্বকাপের ফাইনালে তাই স্পটলাইটের পুরোটাই দুই মাস্টারমাইন্ড দিদিয়ের দেশম আর লিওনেল স্ক্যালোনিতে। এই ম্যাচের নির্ণায়ক হতে পরে মাঠের তিনটি লড়াই।

মরুর উত্তাপ বাড়াচ্ছে বিশ্বকাপ ফাইনাল। দোহায় রোববার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় মুখোমুখি হবে লাতিন ও ইউরোপের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ফ্রান্স। লুসাইল স্টেডিয়ামের হাইভোল্টেজ লড়াই উপভোগে উন্মুখ হয়ে আছে দর্শকরা। শিরোপা জিতে বিদায় নেবেন লিওনেল মেসি, স্বপ্ন আলবিসেলেস্তেদের। অন্যদিকে এমবাপে জাদুতে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার আশা ফরাসিদের।

এদিকে চলমান বিশ্বকাপে রেফারি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে। তিন-চারটি ম্যাচ নিয়ে বেশ বিতর্কেরও জন্ম হয়েছে। তাই সমর্থকদের মনে বেশ আগে থেকেই উঁকি দিচ্ছিল কে থাকবে শিরোপা নির্ধারণী ম্যাচের দায়িত্বে। জেনে নেওয়া যাক, আর্জেন্টিনা-ফ্রান্সের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচটির রেফারির দায়িত্বে কে থাকছেন।

ফিফা জানিয়েছে, পোল্যান্ডের রেফারি সিমন মার্চিনিয়াক আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচ পরিচালনা করবেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

কাতার বিশ্বকাপে এর আগেও আর্জেন্টিনা ও ফ্রান্স দুই দলেরই ম্যাচ পরিচালনা করেছেন ৪১ বছর বয়সী মার্চিনিয়াক। শেষ ষোলোতে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ও গ্রুপ পর্বে ফ্রান্স-ডেনমার্ক ম্যাচের রেফারি ছিলেন এই পোলিশ।

শিরোপা নির্ধারণী ম্যাচটিতে মার্চিনিয়াকের সহকারী হিসেবে থাকবেন তারই স্বদেশি পাভেল সোকোলনিৎসকি ও তমাস লিস্তকিয়েভিচ। ফাইনালের এই দুই সহকারীকে নিয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা-আইসল্যান্ড ও জার্মানি-সু্ইডেন ম্যাচ চালিয়েছিলেন ২১ বছর বয়সে প্রথম রেফারির দায়িত্ব পালন করা মার্চিনিয়াক। পোল্যান্ডের প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছেন এক সময় শৌখিন ফুটবল খেলা মার্চিনিয়াক।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.