ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে ক্রীড়া দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে সভা ও র‌্যালী অনুষ্ঠিত Logo শায়েস্তাগঞ্জে মাজারের দর্শনার্থীদের উত্ত্যক্ত না করতে অনুরোধ করায় নিরীহ লোকদের ওপর হামলা Logo নবীগঞ্জে আব্দুল কাইয়ুম হত্যাকান্ডের প্রধান আসামী মোজাহিদ র‌্যাবের হাতে বন্দি Logo ‘৩২৯ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ Logo মাধবপুরে গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ২ Logo নবীগঞ্জে নেশার টাকার জন্য ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে ঘাতক ছেলে Logo আজ তেলিয়াপাড়া দিবস, ১১ সেক্টরে ভাগ হয় মুক্তিযুদ্ধের রণাঙ্গন Logo আমাকে যুদ্ধপরাধ মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়েছিল: জামায়াত আমীর Logo সাতছড়ি উদ্যানে পর্যটকের ঢল Logo হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত

এখনও উদ্ধার হয়নি বানিয়াচং থানার লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ

বানিয়াচং প্রতিনিধিঃ

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বানিয়াচং থানায় হামলা ও লুটতরাজ চালায় দুর্বৃত্তরা। এ সময় থানায় আগুন দেয়ার পাশাপাশি অস্ত্রাগার থেকে লুট হয় পুলিশের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

কয়েক দফা আহবান জানানোর পরেও লুণ্ঠিত অস্ত্রগুলো থানায় জমা পড়েনি। কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হলেও এখনও হদিস মিলেনি লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের।

দুই মাসের কাছাকাছি সময় চলে যাওয়ার পরেও পিস্তল-এসএমজিসহ ৬ থেকে ৭শ রাউন্ড গোলাবারুদ এখনো রয়েছে উদ্ধারের বাকি।

এরই মধ্যে অরাজকতা ও বেআইনি কর্মকাণ্ড দমন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এবং অস্ত্র-গুলি উদ্ধারে যৌথ অভিযান শুরু করে সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা।

তবে বানিয়াচংয়ে যৌথবাহিনীর অভিযান এখনো চোখে পড়েনি। থানা পুলিশের কার্যক্রম সীমিত আকারে শুরু হলেও সরাসরি অপারেশনাল কার্যক্রমে এখনও সক্রিয় হতে পারেনি পুলিশ। থানা পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) ও ক্ষেত্র বিশেষ গুরুত্বপূর্ণ মামলার এজাহার নেওয়া ছাড়া কার্যত অস্ত্র উদ্ধারে কোনো অভিযান পরিচালনা বা লুট হওয়া অস্ত্র বহনকারীর অবস্থান ইত্যাদি বিষয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করতে পারেনি বানিয়াচং থানা পুলিশ।

অন্যদিকে ৫ আগস্ট বানিয়াচং থানায় হামলা-লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ১৫ কোটি টাকা ক্ষয়ক্ষতি দেখিয়ে অজ্ঞাত ৮ থেকে ১০ হাজার লোককে আসামি করে একটি মামলা দায়ের করেন বানিয়াচং থানার তৎকালীন তদন্ত ওসি আবু হানিফ।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও ৩ জন। পেশাগত দায়িত্ব পালন করার সময় স্থানীয় পত্রিকার এক সাংবাদিককে পিটিয়ে মেরে ফেলে উত্তেজিত জনতা। এছাড়াও বানিয়াচং থানা পুলিশের এসআই সন্তোষ দাস চৌধুরীকে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে রাখা হয়। এসময় উত্তেজিত জনতা বানিয়াচং থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ আনুষঙ্গিক জিনিসপত্র লুট করে। আগুন দেয়া হয় পুরো থানায়।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, দুইদিন হয় আমি নতুন ওসি হিসেবে যোগদান করেছি। এই বিষয়ে কোন কিছু বলতে পারবো না। তবে কিছু জানতে হলে স্থানীয় সেনাক্যাম্পে যোগাযোগ করে দেখতে পারেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
৫৪ বার পড়া হয়েছে

এখনও উদ্ধার হয়নি বানিয়াচং থানার লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ

আপডেট সময় ০১:০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বানিয়াচং থানায় হামলা ও লুটতরাজ চালায় দুর্বৃত্তরা। এ সময় থানায় আগুন দেয়ার পাশাপাশি অস্ত্রাগার থেকে লুট হয় পুলিশের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

কয়েক দফা আহবান জানানোর পরেও লুণ্ঠিত অস্ত্রগুলো থানায় জমা পড়েনি। কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হলেও এখনও হদিস মিলেনি লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের।

দুই মাসের কাছাকাছি সময় চলে যাওয়ার পরেও পিস্তল-এসএমজিসহ ৬ থেকে ৭শ রাউন্ড গোলাবারুদ এখনো রয়েছে উদ্ধারের বাকি।

এরই মধ্যে অরাজকতা ও বেআইনি কর্মকাণ্ড দমন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এবং অস্ত্র-গুলি উদ্ধারে যৌথ অভিযান শুরু করে সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা।

তবে বানিয়াচংয়ে যৌথবাহিনীর অভিযান এখনো চোখে পড়েনি। থানা পুলিশের কার্যক্রম সীমিত আকারে শুরু হলেও সরাসরি অপারেশনাল কার্যক্রমে এখনও সক্রিয় হতে পারেনি পুলিশ। থানা পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) ও ক্ষেত্র বিশেষ গুরুত্বপূর্ণ মামলার এজাহার নেওয়া ছাড়া কার্যত অস্ত্র উদ্ধারে কোনো অভিযান পরিচালনা বা লুট হওয়া অস্ত্র বহনকারীর অবস্থান ইত্যাদি বিষয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করতে পারেনি বানিয়াচং থানা পুলিশ।

অন্যদিকে ৫ আগস্ট বানিয়াচং থানায় হামলা-লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ১৫ কোটি টাকা ক্ষয়ক্ষতি দেখিয়ে অজ্ঞাত ৮ থেকে ১০ হাজার লোককে আসামি করে একটি মামলা দায়ের করেন বানিয়াচং থানার তৎকালীন তদন্ত ওসি আবু হানিফ।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও ৩ জন। পেশাগত দায়িত্ব পালন করার সময় স্থানীয় পত্রিকার এক সাংবাদিককে পিটিয়ে মেরে ফেলে উত্তেজিত জনতা। এছাড়াও বানিয়াচং থানা পুলিশের এসআই সন্তোষ দাস চৌধুরীকে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে রাখা হয়। এসময় উত্তেজিত জনতা বানিয়াচং থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ আনুষঙ্গিক জিনিসপত্র লুট করে। আগুন দেয়া হয় পুরো থানায়।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, দুইদিন হয় আমি নতুন ওসি হিসেবে যোগদান করেছি। এই বিষয়ে কোন কিছু বলতে পারবো না। তবে কিছু জানতে হলে স্থানীয় সেনাক্যাম্পে যোগাযোগ করে দেখতে পারেন।