শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড লাখাই, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

লাখাই প্রতিনিধি, লাখাইয়ে কালবৈশাখী ঝড়ে অসংখ্য গাছপালা ও কাঁচা ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আহত হয়েছেন এক পথচারী।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় আঘাত হানে। এসময় অসংখ্য গাছপালা উপড়ে পড়ে। ক্ষতি সাধন হয় যানবাহনের। এছাড়া এক পথচারী আহত হওয়ারও খবর পাওয়া গেছে।

ঝড়ের আঘাতে উপজেলার বামৈ ইউনিয়ন পরিষদের সামনের সড়কে বেশ কয়েকটি বড় গাছ উপড়ে পড়ে ৪টি ইজিবাইকের (টমটম) উপর পড়লে সেগুলোর ব্যাপক ক্ষতি হয়। এ সময় একজন পথচারী গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ঝালমুড়ি বিক্রেতা তৌহিদ মিয়া (৫০) উপজেলার মারুগাছ গ্রামের মৃত নসু মিয়ার পুত্র।

এদিকে মুড়িয়াউক ইউনিয়ন এর মৌবাড়ি গ্রামসহ বুল্লা এলাকার মাঠে হালকা শীলা বৃষ্টি হয়েছে। এতে বোরো ফসলের আংশিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এছাড়াও কিছু কিছু এলাকায় কিছু গাছপালা ও বিনষ্ট হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সৃষ্ট ঝড়ে বামৈ ইউনিয়ন পরিষদের নিকটবর্তী একটি গাছ পড়ে যাওয়ার সেখানে অবস্থানরত ৪টি টমটম গাড়ী ভেঙে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা শাকিল খন্দকার জানান, লাখাইয়ে কালবৈশাখী ঝড়ের আঘাতে ফসলের তেমন কোন ক্ষতি হয়নি। তবে ভুট্টাসহ কিছু উঠতি ফসল হেলে পড়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.