মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:০৭ অপরাহ্ন

খবরের শিরোনাম:
মাধবপুরে নারী উদ্যোক্তার বেডরুমে উড়ন্ত সাপ, অতঃপর… বাহুবলে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২ উপজেলা নির্বাচন হবে শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ: হবিগঞ্জের জেলা প্রশাসক মৌলভীবাজারে ১৫৩ রোহিঙ্গার অবৈধ জন্মনিবন্ধন, ইউপি চেয়ারম্যান বরখাস্ত মৌলভীবাজারে হিট স্টকে দিনমজুরের মৃত্যু জেলা সদর হাসপাতালে কর্মরতদের জনকল্যাণমুখী হওয়ার নির্দেশ-এমপি আবু জাহির ১২ কোটি টাকা ব্যয়ে রাজনগরে সড়ক সংস্কারের ভিত্তিপ্রস্তর করলেন এমপি জিল্লুর রহমান আওয়ামী লীগ মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত করেছে -এমপি আবু জাহির ভারতের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সিলেটে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

লাখাইয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন

বিল্লাল আহমেদ লাখাই থেকে,নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ -১৪৩১।
সকাল ১০ ঘটিকায় বর্নাঢ্য সাজে সজ্জিত হয়ে মঙ্গলশাভা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রায় অগ্রভাগে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএন,ও) নাহিদা সুলতানা।
শোভাযাত্রা শেষে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ এ সংগীত পরিবেশন এর মাধ্যমে বাংলা নববর্ষ -১৪৩১ কে বরন করা হয়।
রবিবার (১৪ এপ্রিল)  সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজনে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ -১৪৩১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও পবিত্র গীতা থেকে পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।
আলোচনায় অংশ নেন লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল খায়ের, হপবিস লাখাই এর ডিজিএম আসাদুজ্জামান, উপজেলা আওয়ামিলীগ এর সহসভাপতি আব্দুল মতিন, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সভাপতি আবুল কাসেম, সিনিয়র সহসভাপতি মহসীন সাদেক প্রমুখ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.