চুনারুঘাটে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ৪ সদস্য গ্রেফতার
চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৯ জুলাই) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রবিবার দিবাগত-রাতে থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায়ের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার উবাহাটা ইউনিয়নের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ গোলচত্বরের অদূরে চুনারুঘাট সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।
গ্রেফতারকৃতরা হলো-বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের চন্দ্রছড়ি গ্রামের সৈয়দ গেদু মিয়ার ছেলে সৈয়দ লাল মিয়া (৩৬), একই উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চারগাঁও (আব্দাপটিয়া) এলাকার রমিজ আলীর ছেলে আব্দুল আহাদ (৩৬), একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে জুনায়েদ মিয়া (৩০) ও বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের পুরান পাতারিয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে শাহানুর রহমান ওরফে (৩৯)।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগীরা পালিয়ে যায়। পরে তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি বড় ২৪ ইঞ্চি বোল্ড কাটার, ৪টি রামদা, কাঠের বাট ১২ ইঞ্চি ও ৩টি লোহার রড, মোটরসাইকেল এবং সাদা ও হলুদ রংয়ের ডিআই পিকআপ গাড়ি জব্দ করা হয়’।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করে যে, তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে হবিগঞ্জ, মৌলভীবাজারসহ হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় ও আন্তঃজেলায় ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাÐ পরিচালনা করে আসছিল।
তাদের বিরুদ্ধে মৌলভীবাজার, হবিগঞ্জ সদর, বাহুবল ও চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলাডাকাত দলের সদস্য। এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলা রুজু হয়েছে’।