চুনারুঘাটে হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার
হবিগঞ্জ জেলার চুনারুঘাটে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম ২ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুছিকান্দি গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে জহুর আলী (৫০) এবং একই উপজেলার আমতলা গ্রামের মৃৎ রবি মিয়ার ছেলে শাহিন মিয়া (৩২)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে মফিল মিয়ার সঙ্গে একই গ্রামের শান্ত মিয়াসহ তার লোকজনের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাঁদের মধ্যে আদালতে মামলা মোকদ্দমাও চলছে। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ৯ টার দিকে বাজার থেকে ফেরার পথে মফিল মিয়াকে একা পেয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে দূর্বৃত্তরা। এ সময় তাঁর চিৎকার শুনে আশেপাশের লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার প্রেক্ষিতে তার ছেলে বাদী হয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ২ পলাতক আসামিকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।