শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন

জাকজমকভাবে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলী বলেছেন, ‘খেলাধুলা হলো সুস্থ্য বিনোদন। এ বিনোদনের মাধ্যমে শারীরিক গঠন মজবুত হয়। শান্তিপূর্ণ ও সু-শৃঙ্খলভাবে সুন্দর পরিবেশ বজায় রেখে সকল টিমের খেলা পরিচালনা করা হবে। এতে প্রতিহিংসাকে পিছনে ফেলে প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড়দের বিজয়ী হতে হবে। গতকাল শুক্রবার রাত ৮টায় পুলিশ সুপার কার্যালয়ের সামনে তিনি ‘পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এছাড়াও এ সময় পুলিশ সুপার বিনোদনমূলক এমন আয়োজন করায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং পুলিশ সদস্যদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হবে বলে আশ্বাস দেন। এর আগে তিনি পুলিশ সুপারের কার্যালয় ব্যাডমিন্টন কোর্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মহসিন আল মুরাদ, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুক আলী, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব ও চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আশরাফ ও ৭১টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী প্রমূখ। খেলায় প্রথম দিনে অংশ গ্রহণ করে ২২টি দল। খেলায় টিকেট জয়ী উদ্বোধন ম্যাচে মাধবপুর থানা ও সদর ট্রাফিক পুলিশ টিম অংশ গ্রহণ করে। এতে সদর ট্রাফিক টিমকে হারিয়ে মাধবপুর থানা জয় লাভ করে। খেলা পরিচালনা করেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) নাজমুল হাসান। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন ডিএসবি’র এএসআই মিরাজুল ইসলাম।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.